দেশে জুনে আরও বাড়বে করোনা সংক্রমণের হার। আক্রান্তের পাশাপাশি মৃত্যু হারও আশঙ্কাজনক হতে পারে বলে ধারণা চিকিৎসক ও গবেষকদের। এ অবস্থায় ছুটি প্রত্যাহার ও গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাহলে কি সরকার হার্ড ইমিউনিটির (Herd Immunity) কৌশলের দিকে আগাচ্ছে? করোনার টিকা আবিষ্কার না হওয়ায় এমন কৌশল ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। কঠোরভাবে স্বাস্থ্যবিধি বজায় রাখার পরামর্শ তাদের।
ইতিমধ্যেই দেশে শনাক্ত হয়েছে ৪২ হাজারের বেশি আক্রান্ত। এরমাঝেই, প্রত্যাহার হয়েছে সাধারণ ছুটি। সীমিত আকারে খুলছে গণপরিবহণ। এ অবস্থায় সামনে সংক্রমণ কতটা ছড়াবে?
করোনা সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান বলেন, ব্যাপকভাবে মানুষ ঘর থেকে বের হয়ে আসছে, কর্মক্ষেত্রে যাচ্ছে, ঈদে বাড়ি গিয়েছে আবার ফেরত আসছে। এর ফলে সংক্রমণ আরও বাড়বে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (দক্ষিণ পূর্ব এশিয়া) সদস্য অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল মনে করেন, সবকিছু খুলে দেয়া মানেই বাংলাদেশ থেকে করোনা চলে যাচ্ছে বিষয়টা এমন নয়। আমরা আরও ঝুঁকির দিকে যাচ্ছি।