যুক্তরাজ্যের প্রথম হিজাব পরিহিত নারী বিচারক রাফিয়া আরশাদ

প্রথমবারের মতো একজন মুসলিম হিজাব পরিহিত নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যুক্তরাজ্যে। নিয়োগপ্রাপ্ত বিচারকের নাম রাফিয়া আরশাদ। তিনি নিজেকে মুসলিম যুবতীদের জন্য অনুপ্রেরণা হিসেবে দাঁড় করাতে চান। সূত্র: দ্যা ন্যাশনাল।

মিডল্যান্ডের ডেপুটি ডিস্ট্রিক্ট জাজ হিসেবে গত সপ্তাহে নিয়োগ পান তিনি। এর আগে, ১৭ বছর সফলভাবে আইনপেশায় ছিলেন ব্যারিস্টার রাফিয়া আরশাদ ।

১১ বছর বয়স থেকেই আইনজীবী হওয়ার লক্ষ্য স্থির করেন রাফিয়া। উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে বেড়ে ওঠেন তিনি। বর্তমানে তার বয়স ৪০। তিন সন্তানের জননী রাফিয়া ছিলেন তার পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় পড়ুয়া ব্যক্তি। জোরপূর্বক বিবাহ, নারীদের যৌনাঙ্গহানিসহ ইসলামী আইন সম্পর্কিত অন্যান্য কেইস নিয়ে আইনচর্চা করে আসছিলেন তিনি।

রাফিয়া নিজের সম্পর্কে বলেন, আমার বর্তমান অবস্থা ব্যক্তি হিসেবে আমার চেয়ে অনেক বড়। হিজাব পরিধান করা শুধুমাত্র মুসলিম নারীদের জন্যই নয়; বরং সব ধর্মের নারীদের জন্য এটা জরুরি। তবে মুসলিম নারীদের জন্য এটা বিশেষভাবে প্রয়োজন।

তিনি বলেন, যদিও আমাদের সমাজে সর্বত্র হিজাব পরিধান করাটা কঠিন। তবে একজন হিজাবী নারী হিসেবে আমি আনন