এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাঁও গ্রামের একই পরিবারের ৩ জন এবং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার ১ জন ফার্মেসী ব্যবসায়ী ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে এ উপজেলায় ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন আহমদ। এরআগে ছাতকের আরেক ডাক্তার আক্রান্ত হয়েছেন। তিনি চিকিৎসাধীন আছেন।
গনেশপুর নোয়াগাঁও গ্রামের নতুন ৩ জন নিয়ে একই পরিবারের মোট ৪ জন আক্রান্ত হয়েছেন। প্রথমে এ পরিবারের সদস্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য এম জে আলম আক্রান্ত হয়েছিলেন।