সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়কের রায়গঞ্জ পৌর এলাকার মৎস্য আড়তের সামনে সিএনজি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সেন্টু শাহ নিহত হয়েছেন।তিনি নাটোরের সিংড়া উপজেলার মস্টিগড় গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে স্থানীয় চান্দাইকোনা বাজার থেকে সিএনজিযোগে ৫ জন ধানকাটা শ্রমিক সিরাজগঞ্জে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার স্বজরেনা আসলে লাশ হস্তান্তর করা হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।