কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিদ্দিকুর রহমান নামের এক যুবক নিহত হযেছে। হামলার ঘটনায় আরো ৪ ব্যক্তি আহত হয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অর্জুনডারা মুন্সিপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ওই গ্রামের আব্দুল হকের পূত্র হামিদুর রহমানের একটি বকনা বাছুর প্রতিবেশি আব্দুল মজিদের পূত্র আইনুল ইসলামের ক্ষেতের ধান খায়।
এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বিষয়টি আপোষ-মিমাংসার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়।
পরে আইনুল ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামিদুর রহমানের লোকজনের উপর অতর্কিতে হামলা চালায়।