পিরোজপুরের নাজিরপুরের এক মাদ্রাসাছাত্রীকে ঝালকাঠীর কাঁঠালিয়ায় ৩ দিন আটকে রেখে ধর্ষণ ও মুক্তিপণ আদায় করা হয়েছে। এ ঘটনার সথে জড়িত থাকার অভিযোগে এক নারী ও ৫ যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে ওই মাদ্রাসাছাত্রীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রীর বাড়ি জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে।
কাঠালিয়া থানা পুলিশের ওসি পুলক চন্দ্র রায় জানান, শুক্রবার দুপরে ওই মাদ্রাসাছাত্রীকে ঝালকাঠী জেলা হাসাপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ ১০ জনের নামে মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৬ জনকে গ্রেপ্তার কার হয়েছে।
থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রিমন হাওলাদার তানভীর নামের এক যুবকের সাথে ফেসবুকের মাধ্যমে ওই ছাত্রীর পরিচয় হয়। এরপর প্রেম হয়। গত মঙ্গলবার (২৬ মে) প্রেমিক তানভীর ও তার বন্ধু রায়হান ওই ছাত্রীর সাথে দেখা করতে মোটরসাইকেলে করে পিরোজপুর জেলার নাজিরপুরে যান। পরে ওইদিন মোটরসাইকেলে করে তারা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার উদ্দেশ্যে র