পাথরঘাটায় হরিণের মাথা ও চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় হরিণের একটি মাথা ও ২ টি চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শনিবার সকালে বনবিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ভোররাতে উপজেলার বাদুরতলা খালের পাড় থেকে একটি প্লাষ্টিকের ব্যাগভর্তি এইগুলো পাওয়া যায়।

পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. মেহেদি বলেন, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যাই। কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। এ সময় বাদুরতলা খালের পাড় থেকে প্লাস্টিক ব্যাগভর্তি একটি মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে জানান, শনিবার সকালে ফুটফুটে হরিণের ২টি কাচাঁ চামড়া ও একটি মাথা কোষ্টগার্ডের নিকট থেকে গ্রহনকরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। থানায় জিডি করা হয়েছে।

সূত্রঃ কালের কন্ঠ
সংবাদটি ভালো লাগলে অথবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে লাইক দিন।