শারীরিক সমস্যার কারণে ঠিকমত চলাফেরা করতে পারেন না সুবোল। চলতে হয় লাঠিতে ভর দিয়ে। দিনের পর দিন সুবোলের উচ্চতা যেন বেড়েই চলেছে। কিন্তু দরিদ্র কৃষক পিতার আর্থিক সামর্থ না থাকায় সুবোলের সঠিক চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তার অনুরোধ জানিয়েছেন সুবোলের অসহায় পিতা ইউনুস আলী।
সুবোলের পিতা ইউনুস আলী জানান, ১৩ বছর পর্যন্ত সুবোলের উচ্চতা স্বাভাবিকই ছিল। অন্য সবার মতো সুবোল স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল। কিন্তু বয়স ১৩ বছর পার হতেই তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। ২২ বছর যেতে না যেতেই এখন তার উচ্চতা প্রায় ৮ ফুট। শারীরিক এই সমস্যার কারণে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলেও যেতে পারেননি
ইউনুস আলী বলেন, নিজের ও তার স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। সুবোলের এক ভাই ও এক বোনের উচ্চতাও স্বাভাবিক। কিন্তু সুবোল এতটাই লম্বা যে লাঠি ভর দিয়ে ছাড়া