৬ দিন পর সেই প্রসূতি মায়ের বাড়িতে খাবার নিয়ে গেলেন চিকিৎসকরা
NewsDesk
গাইবান্ধার সাদুল্লাপুরে হাসপাতাল গেটে সন্তান জন্মের ছয়দিন পর সেই প্রসূতি মায়ের বাড়িতে গিয়ে খোঁজ-খবরসহ তাদের খাদ্য সহায়তা করেছেন চিকিৎসকরা। এসময় জন্ম নেওয়া শিশুটিকেও পোশাক উপহার দেয়া হয়।
শনিবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা জামুডাঙ্গা গ্রামের বাড়িতে গিয়ে প্রসূতির রাশেদা ও শিশু সন্তানের হাতে খাদ্য সামগ্রী ও উপহার তুলে দেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) ডা. মো. শাহীনুল ইসলাম মণ্ডল।
শাহীনুল ইসলাম বলেন, ‘শিশু ও তার মা বর্তমানে সুস্থ আছেন। তাদের নিয়মিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া ফলসহ পুষ্টিকর খাবার ও শিশুকে পোশাক উপহার দেয়া হয়। এছাড়া ভুক্তভোগী পরিবার ও তাদের সঙ্গে হাসপাতালে থাকা লোকজনের কাছেও ঘটনাসহ বিস্তারিত অভিযোগ জানা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি পরিবারটির সহায়তায় স্বাস্থ্য বিভাগ পাশে থাকবে বলে জানান তিনি’।
তিনি আরও বলেন, ‘হাসপাতালের গেটে সন্তান জন্মের অভিযোগ তদন্ত করছে দুটি তদন্ত কমিটি। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’।