হোসেনপুরে করোনা উপসর্গ নিয়ে কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় গলার ব্যাথাসহ জ্বর ও সর্দি-কাশি নিয়ে হৃদয় মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত হৃদয় মিয়া উপজেলার দক্ষিণ পুমদী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গলার ব্যাথাসহ জ্বর ও সর্দি-কাশি নিয়ে হৃদয় মিয়াকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তার শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

গত শুক্রবার (২৯ মে) দুপুরের পর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে আসে। পরে রাতে শ্বাসকষ্ট বেড়ে বাড়িতেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাছিরুজ্জামান জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে দাফন করা হয়েছে।