শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা দারুল আকরাম ইবতেয়াদী মাদরাসার ২য় শ্রেণি পড়–য়া এক ছাত্রী(১২)’র শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ন্যাক্কারজনক ঘটনার সুবিচার ও প্রতিকার চেয়ে মাদরাসা ছাত্রীর মা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। থানায় দাখিলকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় পাড়কোলা দারুল আকরাম ইবতেয়াদী মাদরাসার ২য় শ্রেণি পড়–য়া ছাত্রী(১২) আইকবাড়ী পাড়কোলা নিজ বাড়ি থেকে পাশর্^বর্তী দোকানে আইসক্রীম কিনতে যায়। এ সময় একই এলাকার আনির ছেলে লম্পট ভাষা (২৫) হীণ স্বার্থ চরিতার্থ করতে ওই মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানী ঘটায়। পরে মাদরাসা ছাত্রীর আর্তচিতকারে এলাকাবাসী এগিয়ে আসলে লম্পট ভাষা পালিয়ে যায়। বাড়ি গিয়ে ওই ছাত্রী এ ঘটনা তার বাবা-মাকে জানালে ছাত্রীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। ঘটনার পর থেকে লম্পট ভাষা পলাতক রয়েছে। এদিকে, পাড়কোলা দারুল আকরাম ইবতেয়াদী মাদরাসার ২য় শ্রেণি পড়–য়া ছাত্রী(১২)’র শ্লীলতাহানীর ঘটনায় অভিভাবক মহলসহ এলাকাবাসী অবিলম্বে লম্পট ভাষাকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় বইছে।