বগুড়া সংবাদদাতাঃ বগুড়ার সান্তাহার পৌর শহরের বশিপুর গ্রামে ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাহ্ থেকে অপহৃত শিশু মাদ্রাসা ছাত্র মেঘদাদের গলিত লাশ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার ৭ দিন পর সোমবার দিবাগত রাতে ঘাতক আশিকের দেখানো মতে এলাকার একটি পরিত্যক্ত সিল্ক মিল থেকে ওই লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার সকালে ঘাতক আশিকের মা তারা বিবি, বড় ভাই তারেক হোসেন, ছোট ভাই রাজা এবং তারেকের স্ত্রী পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এর পুর্বে সোমবার আটক করা হয় আশিকের বন্ধু একই এলাকার খলিল ড্রাইভারের ছেলে মুক্তার হোসেনকে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দীন জানায়, ঘাতক আশিক শিশু মেঘদাদকে অপহরনের পর বেলা ১২টার দিকে রবি অপারেটরের সিম থেকে ফোন করে ৭ লাখ টাকার মুক্তিপন দাবী করে। এই মোবাইলের সুত্র ধরে পুলিশ রবিবার ঘাতক আশিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে আসছিল। কিন্তু অত্যন্ত চালাক এই ঘাতক পুলিশকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে গোলক ধাঁধাঁয় ফেলে দেয়। শেষ পর্যন্ত পুলিশ সু-কৌশলী ভূমিকার আশ্রয় নেয়। যে মেয়েকে নিয়ে ঘটনার সুত্রপাত সে মেয়ের সাথে বিয়ে দেয়া এবং আসামীর পরিবর্তে রাজ সাক্ষী করার টোপ দেয়ার পর সে সত্য কথা বলা শুরু করে এবং লাশ পুঁতে রাখার স্থানের সন্ধান দেয়। এর পর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘাতক আশিককে নিয়ে সান্তাহার শহরের বাঁশ হাটির উত্তর পার্শ্বে অবস্থিত পরিত্যক্ত সিল্ক মিলে অভিযান চালায়। আশিকের দেখানো স্থানে দেওয়াল ঘেঁষে পুঁতে রাখা স্থান খুঁড়ে গলিত লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, ঘাতক আশিক গত ৬ বছর ধরে নির্মম খুনের শিকার মেঘদাদদের বাড়ীতে কাজ করছিল। এ সময় মেঘদাদদের প্রতিবেশী এক মেয়েকে একতরফা ভালবেসে প্রেম নিবেদন করলেও মেয়েটি তাতে সাড়া না দেওয়ায় সে উত্যক্ত করা শুরু করে। ঘটনা জানতে পারার পর মেঘদাদের বাবা রাসেদুল ইসলাম রুবেল কয়েক দফা আশিককে নিষেধ করে। কিন্তু সে তা না মেনে উত্যক্ত করা অব্যহত রাখলে ঘটনার প্রায় ৬ মাস পুর্বে আশিককে তাড়িয়ে দেয়। এতে সে বেজায় ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিশোধ নেয়ার জন্য। অবশেষে সদ্যগত ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাহ্ মাঠ থেকে অপহরণ করে এবং ওই দিন রাতেই শ্বাসরোধ করে খুন করে লাশ পুঁতে রাখে। এদিকে মঙ্গলবার সকালে এলাকার বিক্ষুদ্ধ জনতা ঘাতক আশিক এবং ঘনিষ্ট বন্ধু মক্তার হোসেনের বাড়ীতে আগুন এবং নানা ও বোনের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। আগুনে দু’টি বাড়ীই পুড়ে গেছে। আশিকদের পুড়ে যাওয়া বাড়ী থেকে স্থানীয় উদ্ধার কর্মীরা, চুরি-ডাকাতিতে ব্যবহৃত লোহা ও দেয়াল কাটা মেশিন সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে। অপর দিকে, অপহরণ ও নির্মম খুনের শিকার মাদ্রাসা ছাত্র মেঘদাদদের বাড়ীতে চলছে এখন শোকের মাতম।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০
সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...
আন্তর্জাতিক
করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন
ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...
জাতীয়
শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...
আন্তর্জাতিক
ভুমিহীন ভ্যানচালক হঠাৎ কোটিপতি
ভুমিহীন এক ভ্যানচালক হঠাৎ কোটিপতি।এমনি ঘটনা ঘটেছে ভ্যানচালক রমজান আলীর। মাত্র ৩০ টাকা...
অর্থ-বাণিজ্য
নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি
ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...
অর্থ-বাণিজ্য
প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্র...

