বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
এক ম্যাচে তিন সেঞ্চুরি। তিন সেঞ্চুরিয়ানই আইরিশ। একজন করেছেন মাতৃভুমির বিপক্ষে,অন্যদু'জন পক্ষে ! মাতৃভুমির বিপক্ষে মরগানের সেঞ্চুরি (১০৬) ম্লান করে দিয়েছেন দুই আইরিশ যোদ্ধা পল স্ট্রিলিং (১৪২), এন্ডি বালব্রিন (১১৩)। দ্বিতীয় উইকেট জুটিতে আয়ারল্যান্ডের রেকর্ড ২১৪ রানে ৯ বছর আগে বেঙ্গালুরুর জয়ের স্মৃতিই ফিরিয়ে এনেছে আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে ভারতের বেঙ্গালুরুতে ৩২৮ চেজ করে ৫ বল হাতে রেখে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে দেয়ার ছবিটাই ফিরিয়ে এনেছে আয়ারল্যান্ড। বেঙ্গালুরুর সেই ম্যাচের নায়ক অধিনায়ক কে'ও ব্রেইন (১১৩) ৯ বছর পর সাউদাম্পটনে ৭ উইকেটে জয়েও রেখেছেন অবদান।ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে তার সিঙ্গলেই ৩২৯ চেজ করে ইংল্যান্ডের মাটিতে উৎসব করেছে আয়ারল্যান্ড। প্রথম ২ ম্যাচে বড় ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশের চোখ রাঙানি দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে মরগানের ৮৪ বলে ১০৬,ব্যাটনের ৫১ বলে ৫৮, ডেভিড উইলির ৪২ বলে ৫১ রানে পাহাড়সম স্কোরে (৩২৮/১০) আয়ারল্যান্ডকে চাপা দিয়ে সেই চোখ রাঙানিই দিয়েছিল ইংল্যান্ড। তবে আইসিসি ওয়ানডে সুপার লিগের শুরুতে শুন্য হাতে থাকতে চায়নি আয়ারল্যান্ড। ৩২৮ চেজ করে ইংল্যান্ডের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে জয়ের অতীত আছে, সেই অতীত থেকেই প্রেরনা নিয়ে নিজেদেরকে মেলে ধরেছে আইরিশ ক্রিকেটাররা। সংগ্রহ করেছে ইংল্যান্ডের বিপক্ষে মূল্যবান ১০ পয়েন্ট। ইংল্যান্ডের ৩২৮/১০ স্কোর দেখে ম্যাচটি একপেশে ধরে নিয়ে যারা ঘুমিয়ে পড়েছেন, তারা আফসোস করবেন এখন। মঙ্গলবার সাউদাম্পটনে ইংল্যান্ডকে জবাব দিতে এসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রনটা হাতে নিয়েছে আয়ারল্যান্ড। ব্যাটিং পাওয়ার প্লেতে ইংল্যান্ডের ৫৯/৩ এর জবাবে আয়ারল্যান্ড ৫০/১, পাওয়ার প্লে 'টু' তে ইংল্যান্ডের ২০০/৪ এর জবাবে আয়ারল্যান্ডের ১৯৮/০ ! শ্লগের ৬০ বলে ইংল্যান্ড যেখানে ৬৯ রানে হারিয়েছে ৩ ব্যাটসম্যান, সেখানে আয়ারল্যান্ড শেষ ৬০ বলে জয়ের জন্য ৭৬ রানের টার্গেট পাড়ি দিয়েছে ২ সেঞ্চুরিয়ানকে হারিয়ে ! অধিনায়ক এন্ডি বালব্রিনকে হারিয়ে শেষ ৩৩ বলে ৫০ রানের টার্গেট কঠিন হতে দেননি কে ও ব্রেইন (২১),টেক্টর (২৯)। তবে ইংল্যান্ডের গর্ব বোলিং অ্যাটাককে পাড়া-মহল্লা মানে নামিয়ে এনেছেন পল স্ট্রিলিং,এন্ডি বালব্রিন জুটি। ১৯৬ বলে ২১৪ রানের এই পার্টনারশিপই ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে। শুরু থেকেই হিসেব করে ব্যাট করেছেন এই জুটির দুই ব্যাটসম্যান। সিরিজের প্রথম ২ ম্যাচে আয়াল্যান্ডের এই দুই ব্যাটসম্যান করেছেন হতাশ।পল স্ট্রিলিংয়ের সেই হতাশ ২টি ইনিংস ছিল ২ ও ১২, বালব্রিনের সেখানে ৩ ও ১৫। দেশে ফেরার আগে তাই দারুন কিছুর জন্য সংকল্পবদ্ধ ছিলেন এই দুই টপ অর্ডার। ওপেনার পল স্ট্রিলিং ৫২ বলে ফিফটি,৯৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি করেছেন পূর্ন।ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে কাট করে সিঙ্গল নিতে যেয়ে থেমেছেন তিনি ১৪২ রানে। তবে ১২৮ বলে ৯ চার ৬ ছক্কায় শোভিত এই ইনিংসটিই এখন ওয়ানডে ক্রিকেটে আয়ারল্যান্ডের সেরা ব্যক্তিগত। ২০১১ বিশ্বকাপ দলে ছিলেন না এন্ডি বালব্রিন। টেলিভিশনে দেখেছেন সে সময়ের অধিনায়ক কে ও ব্রেইনের ম্যাচ উইনিং ১১৩। সেই ইনিংস থেকে টনিক নিয়ে মঙ্গলবার দিয়েছেন ক্যাপ্টেনস নক ইনিংস। ৪৩ বলে ৫০,১০০ বলে ওয়ানডে ক্যারিয়ারে ৭ম সেঞ্চুরি উদযাপন করেছেন। আদিল রশিদকে লং অফে খেলতে যেয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন যখন ( ১১২ বলে ১২ চার-এ ১১৩), তখন জয়ের খুব কাছে দাঁড়িয়ে আয়ারল্যান্ড। বাকি কাজটা করেছেন দুই অভিজ্ঞ মিডল অর্ডার টেক্টর,ও ব্রেইন। আগের দুই ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান কার্টিস ক্যাম্পারের এই ম্যাচে ব্যাট নিয়ে নামতে হয়নি।শেষ ৬ বলে ৮ রানের লক্ষ্যে পৌছুঁতে লেগেছে ৫টি বল। ১ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতে করোনাকালে দেশকে দিয়েছে জয় উপহার আয়ারল্যান্ড। ইংল্যান্ড : ৩২৮/১০(৪৯.৫), মরগান ১০৬,ব্যান্টন ৫৮,ডেভিড উইলি ৫১,টম কুরান ৩৮*, ক্যাম্পার ২/৬৮,লিটল ২/৬২,ইয়ং ৩/৫৩। আয়ারল্যান্ড : ৩২৯/৩ (৪৯.৫), পল স্ট্রিলিং ১৪২, বালব্রিন ১১৩, টেক্টর ২৯,কে'ও ব্রেইন ২১ফল : আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : পল স্ট্রিলিং (আয়ারল্যান্ড)।

সম্পর্কিত সংবাদ

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

বিনোদন

মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ

প্রথম দিকে করোনা হয়েছিল। সেটা ভালোও হয়েছিল। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাঁকে হাসপাতালে...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

কোহলির সাথে বন্ধুত্বের গল্প শোনালেন ইমরুল

খেলাধুলা

কোহলির সাথে বন্ধুত্বের গল্প শোনালেন ইমরুল

ইমরুল কায়েসের কাঁধে হাত দিয়ে খোশগল্পে মশগুল বিরাট কোহলি- এই ছবিটি দেখেননি এমন মানুষ পাওয়া ভার। বাংলাদেশের ভারত সফরের সময়...

শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন বিভাগীয় কমিশনার

শাহজাদপুর

শাহজাদপুরে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন বিভাগীয় কমিশনার

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সুস্থ সংস্কৃতি চর্চা ও ম...

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

অপরাধ

এনডিপি’র মামলায় বিনাদোষে নিরীহ ব্যবসায়ীর ২ দিন হাজতবাস!

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সিরাজগঞ্জের শাহজাদপুর শাখা-০৮ থেকে ঋণ...

শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এমপি স্বপনের মতবিনিময়

জাতীয়

শাহজাদপুরে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক কর্মীদের সাথে এমপি স্বপনের মতবিনিময়

শামছুর রহমান শিশির : চিয়ায়ত ‘মাছে ভাতে বাঙালি’ ও আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক-বাহক ‘পান্তা-ইলিশ’ খাওয়াসহ উৎসবমূখর প...