বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ পাঁচজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়ি এবং বেলকুচিতে এই পৃথক দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দের কোনাবাড়িতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজন নিহত ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। অন্যদিকে বেলকুচিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সনেকা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবহনের আরও ১০ যাত্রী আহত হয়েছেন। দুপুর সোয়া ২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের আমবাড়ীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সনেকা আমবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের স্ত্রী। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন জানান, যাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি আমবাড়িয়া থেকে কড্ডার মোড়ে যাচ্ছিল। এসময় ভটভটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটি যাত্রী সনেকা মারা যান এবং উভয় যানবাহনের অন্তত ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে সদর হাসপাতাল ও বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...