বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি : গতকাল শনিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা জাসদের উদ্যোগে ‘জঙ্গি নির্মূল, জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচারে আইনি কাঠামো গড়ে তুলুন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. আনোয়ার হোসেন। সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার। জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জাসদের সহ-সভাপতি আবু বকর ভূঁইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক। বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত ওই গোলটেবিল আলোচনায় আরো অংশগ্রহন করেন, সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আখতারুজ্জামান, দৈনিক যমুনা প্রবাহের সম্পাদক মোস্তফা কামাল, সিরাজগঞ্জ জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নূরুল আমিন রুনু, বর্তমান সাধারণ সম্পাদক এড. নাসিম সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোমিন বাবু প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশকে শান্তি,উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যেতে হলে, জঙ্গি নির্মূল, জঙ্গি-সঙ্গীদের বর্জন করতে হবে। বিএনপি জামায়াতসহ ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দলগুলির মদদে দেশে জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে। গণতন্ত্রে যেমন জঙ্গির কোন স্থান নেই, তেমনি জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনকারীরও কোন স্থান নেই। প্রকৃত দেশপ্রেমিক, গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন সকল রাজনৈতিক শক্তি-ব্যাক্তিকে জঙ্গিবাদ নির্মূলের অভিযানে পাশে দাঁড়াতে হবে এবং জঙ্গি ও জঙ্গি-সঙ্গীকেও রাজনৈতিকভাবে বর্জন করতে হবে।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

আইন-আদালত

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নাঈমুল হাসান রনি (৩০) নামের...

উল্লাপাড়ায় নছিমন উল্টে বউ শ্বাশুড়ি নিহত, আহত ৭