শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ শেষ মূহুর্তে প্রতিমায় রঙ তুলির আচর ও মন্ডপ গুলো আলোক সজ্জার কাজে ব্যস্ত সিরাজগঞ্জ সহ জেলার ৯টি উপজেলার আলোক শিল্পি ও প্রতিমা শিল্পীরা ব্যস্ততম সময় পাড় করছে। মনের সবটুকু মাধুরী ঢেলে রাঙ্গিয়ে তুলছে মা দূর্গাকে। শান্তি, সংহতি ও সমপ্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতি দেবী দূর্গা। দূষ্টের দমন শিষ্টের পালন বিশ্বব্যাপী মঙ্গলধ্বনি বয়ে যাক, মহাশক্তি ত্রিনয়নী এমন প্রত্যয়ে বার্তা নিয়ে আসছে লোকালয়ে মা দূর্গা।

প্রত্যেকটির অনুষঙ্গ তৈরি, নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তুলতেই সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছেন তারা। ৯টি উপজেলার শারদীয় দূর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ১৮ই অক্টোবর রবিবার পঞ্চমী ও ষষ্ঠী, ১৯ অক্টোবর সোমবার দেবীর মঙ্গলঘট স্থাপন ও ঘোটকে আগমন, ২০ অক্টোবর মঙ্গলবার সপ্তমী, ২১শে অক্টোর বুধবার মহাষ্টমী ও সন্ধিপূজা, ২২ অক্টোবর বৃহস্পতিবার মহানবমী ও বিজয় দশমির মধ্য দিয়ে দেবী দোলায় গমন করবে।

মা দূর্গা দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দান সহ দেবতার অমিয় প্রত্যাশায় আয়োজন করেছেন সিরাজগঞ্জ সহ ৯টি উপজেলার শারদীয় দূর্গোৎসব কমিটি। দেবীর বোধনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হবে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।

এদিকে উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে এরই মধ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয প্রশাসন। ষষ্টিপূজা অর্থাৎ দেবীর বোধনের আগের দিন থেকে ২২ অক্টোবর প্রতিমা বিসর্জনের রাত পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানান জেলা প্রশাসন। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিমা ও মন্ডপ তৈরি থেকে প্রতিমা স্থাপন পর্যন্ত সব কার্যক্রম ও আচার-অনুষ্ঠান যেনো শান্তি পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন সে ব্যাপারে সচেতন রয়েছে জেলা প্রশাসন।

হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দূর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন পাল বাড়িতে তৈরি করছে ছোট ছোট প্রতিমা। । পারিবারিকভাবে যারা পূজা উদযাপন করবেন তারা এসব প্রতিমা ক্রয় করছেন। অন্যদিকে সার্বজনীন দূর্গা পূজার প্রতিমা তৈরির জন্য দেশ বিদেশের প্রতিমা কারিগর এসেছেন প্রতিমা তৈরি করতে।

জানাতে চাইলে বেলকুচি উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বৈদ্যনাথ রায় বলেন, গত এক মাস ধরে প্রতিমা তৈরি শুরু করছেন। কাজ প্রায় শেষের দিকে। এখন প্রতিমাগুলোর নকশা ও মন্ডপ গুলোকে আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। প্রতিমাগুলোতে রঙ লাগিয়ে সুসজ্জিত করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি জানান, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায়ও ব্যয়বহুল পূজা উদযাপন হবে। আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে অধিকাংশ প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। সরকারি সহযোগীতার ব্যাপারে জানান, প্রতি বছরের ন্যায় এবারো পূজা মন্ডপের তালিকা স্ব-স্ব উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। প্রতিবছর চাউলসহ আর্থিক অনুদান পেয়ে থাকে এসব পূজা মন্ডপে।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...