বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খঞ্জনদিয়ার গ্রামের প্রফেসর ড.এমএ মুহিতের বাসভবনে পর্যায়ক্রমে দেশের সকল দুস্থ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের লক্ষে দেশের মধ্যে প্রথম বিশ্বমানের এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির কারখানার উদ্বোধন করা হয়েছে। সিএসএফ-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এমএ মুহিত ওই কারখানার উদ্বোধন করেন। সিএসএফের চেয়ারম্যান প্রফেসর ড.এমএ মুহিত জানান,‘ বিদেশ থেকে মানসম্মত এডজাষ্টেবল হুইল চেয়ার আমদানীতে চেয়ারপ্রতি প্রায় ২৪/২৫ হাজার টাকা লাগছে। কিন্তু এ কারখানায় অর্ধেক টাকা বিনিয়োগে একই মানের এডজাষ্টেবল চেয়ার তৈরি করা করে দেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত, অসহায় প্রতিবন্ধীদের মধ্যে স্বল্প সময়ে খুব সহজেই বিতরণ সম্ভব হবে। প্রতিবন্ধীদের শারীরীক বৃদ্ধির ফলে যাতে ভবিষ্যতে বড় হুইল চেয়ার পুনরায় প্রয়োজন না হয়, সে দিকে লক্ষ রেখেই দেশের মধ্যে প্রথম এডজাষ্টেবল চেয়ার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ’ জানা গেছে, অষ্ট্রেলিয়ার হুইল চেয়ার ফর কিডস্ এর কারিগরী সহায়তায় দাতা সংস্থা অষ্ট্রেলিয়ান সেলিব্রাল পলিসি এলিয়েন্সের অর্থায়নে এবং সিএসএফের উদ্যোগে ওই কারখানাটি নির্মাণ করা হচ্ছে। কারখানাটি স্থাপনে ভারত, অষ্ট্রেলিয়া ও চায়না থেকে প্রয়োজনীয় কলকব্জা ও যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে এবং তা পথিমধ্যে রয়েছে। আগামী চার মাসের মধ্যে কারখানাটি উৎপাদনে যাবে ও ছয় মাসের মধ্যে প্রতিবন্ধীদের বিনামূল্যে এ কারখানায় প্রস্তুতকৃত এডজাষ্টেবল হুইল চেয়ার সরবরাহ করা হবে বলে সংম্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সিএসএফের স্থানীয় ফিন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর শিমিয়োন গালিভার মং জানান, সিএসএফ প্রতিষ্ঠার পর থেকেই সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধীসহ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্থানীয় শাখার উদ্যোগে গত ১ বছরে ৩’শ ৫০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ ও ১২’জনকে চিকিৎসাসেবা প্রদান ও থেরাপি দেয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য ৩টি স্কুল ও মায়েদের প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এ কারখানায় তৈরি বিশ্বমানের এডজাষ্টেবল হুইল চেয়ার দেশের সকল প্রতিবন্ধীদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণের পরিকল্পনা সিএসএফের রয়েছে। এ সময় শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক সাব্বির, পৌর বিএনপি নেতা আল মাহমুদ প্রামানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন কবির বিন আনোয়ার

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন...

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

অপরাধ

শাহজাদপুরে অনুমোদন ছাড়াই চলছে গরু ছাগলের হাট

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন,'তারা একটি হাট বসাসোর জন্য অবেদন করলে তা ডিসি অফিসে পাঠান...

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

রাজনীতি

শাহজাদপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলন ফের স্থগিত; যুবলীগ নেতাকর্মীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর: আজ ২৫ এপ্রিল শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগ...

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার সংবাদ

কাজীপুরে বাল্যবিবাহ থামিয়ে দিয়ে বরযাত্রীর খাবার এতিমদের খাওয়ালেন ইউএনও

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ...

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম

শাহজাদপুর

শাহজাদপুরে পোতাজিয়া ইউনিয়নে কর্মসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম

প্রকল্প এলাকায় প্রকল্পের তথ্য সংশ্লিষ্ট সাইনবোর্ড থাকার কথা থাকলেও ইউনিয়নের কোথাও প্রকল্পের কোন সাইনবোর্ড লক্ষ্য করা যায়...

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে ২ জনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে হেরোইন সেবনের দায়ে দুই ব্যাক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।