বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শামছুর রহমান শিশির/ এম এ হান্নান : গতকাল শুক্রবার বিকেলে চাইন্ড সাইট ফাউন্ডেশান (সিএসএফ) এর উদ্যোগে শাহজাদপুর পৌরসদরের খঞ্জনদিয়ার গ্রামের প্রফেসর ড.এমএ মুহিতের বাসভবনে পর্যায়ক্রমে দেশের সকল দুস্থ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের লক্ষে দেশের মধ্যে প্রথম বিশ্বমানের এডজাষ্টেবল হুইল চেয়ার তৈরির কারখানার উদ্বোধন করা হয়েছে। সিএসএফ-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. এমএ মুহিত ওই কারখানার উদ্বোধন করেন। সিএসএফের চেয়ারম্যান প্রফেসর ড.এমএ মুহিত জানান,‘ বিদেশ থেকে মানসম্মত এডজাষ্টেবল হুইল চেয়ার আমদানীতে চেয়ারপ্রতি প্রায় ২৪/২৫ হাজার টাকা লাগছে। কিন্তু এ কারখানায় অর্ধেক টাকা বিনিয়োগে একই মানের এডজাষ্টেবল চেয়ার তৈরি করা করে দেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত, অসহায় প্রতিবন্ধীদের মধ্যে স্বল্প সময়ে খুব সহজেই বিতরণ সম্ভব হবে। প্রতিবন্ধীদের শারীরীক বৃদ্ধির ফলে যাতে ভবিষ্যতে বড় হুইল চেয়ার পুনরায় প্রয়োজন না হয়, সে দিকে লক্ষ রেখেই দেশের মধ্যে প্রথম এডজাষ্টেবল চেয়ার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ’ জানা গেছে, অষ্ট্রেলিয়ার হুইল চেয়ার ফর কিডস্ এর কারিগরী সহায়তায় দাতা সংস্থা অষ্ট্রেলিয়ান সেলিব্রাল পলিসি এলিয়েন্সের অর্থায়নে এবং সিএসএফের উদ্যোগে ওই কারখানাটি নির্মাণ করা হচ্ছে। কারখানাটি স্থাপনে ভারত, অষ্ট্রেলিয়া ও চায়না থেকে প্রয়োজনীয় কলকব্জা ও যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে এবং তা পথিমধ্যে রয়েছে। আগামী চার মাসের মধ্যে কারখানাটি উৎপাদনে যাবে ও ছয় মাসের মধ্যে প্রতিবন্ধীদের বিনামূল্যে এ কারখানায় প্রস্তুতকৃত এডজাষ্টেবল হুইল চেয়ার সরবরাহ করা হবে বলে সংম্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সিএসএফের স্থানীয় ফিন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর শিমিয়োন গালিভার মং জানান, সিএসএফ প্রতিষ্ঠার পর থেকেই সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধীসহ প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্থানীয় শাখার উদ্যোগে গত ১ বছরে ৩’শ ৫০ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ ও ১২’জনকে চিকিৎসাসেবা প্রদান ও থেরাপি দেয়া হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের জন্য ৩টি স্কুল ও মায়েদের প্রশিক্ষনের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এ কারখানায় তৈরি বিশ্বমানের এডজাষ্টেবল হুইল চেয়ার দেশের সকল প্রতিবন্ধীদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণের পরিকল্পনা সিএসএফের রয়েছে। এ সময় শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌরমেয়র নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক সাব্বির, পৌর বিএনপি নেতা আল মাহমুদ প্রামানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

অর্থ-বাণিজ্য

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

উল্লাাপাড়ায় বখাটের ৩ মাসের কারাদণ্ড

অপরাধ

উল্লাাপাড়ায় বখাটের ৩ মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাাপাড়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রতন আলী (২৬) নামে এক বখাটেকে আটকে গণধোলাই দিয়ে ভ্রাম্যমাণ আদা...