বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
শামছুর রহমান শিশির : সাংবাদিক শিমুল হত্যা মামলায় রিমান্ড শেষে শাহজাদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুসহ ৬ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৫ দিনের রিমান্ড শেষে মেয়র মিরুসহ ৬ আসামীকে আজ শনিবার ১১টার সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণকৃতরা হলেন, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু, তার ভাই হাবিবুল হক মিন্টু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সদস্য কে এম নাসির উদ্দিন (৪৮), হযরত আলী, নজরুল ইসলাম ও মানিক। বিজ্ঞ আদালতের জেনারেল রেজিষ্টার অফিসার (জিআরও) আতাউর রহমান ও মামলারতদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক ( তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৭ ফেব্রুয়ারি সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম মেয়র মিরুসহ ৬ আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানী শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্বপালনকালে পৌর মেয়র ও তার সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর গুলিতে সাংবাদিক শিমুল গুরুতর আহত হয়ে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে ঢাকা যাবার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন নাহার বাদি হয়ে ১৮ জন নামীয় ও ২৫/৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মেয়র মিরুসহ গ্রেফতরকৃত ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত ।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

আইন-আদালত

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নাঈমুল হাসান রনি (৩০) নামের...

উল্লাপাড়ায় নছিমন উল্টে বউ শ্বাশুড়ি নিহত, আহত ৭