বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
majar & jadughor

মোঃ শফিকুল ইসলাম ফারুক: সরকারি পৃষ্টপোষকতা পেলে উত্তরাঞ্চলের বানিজ্যিক গুরূত্বপুর্ণ এলাকাখ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুরও হতে পারে দৃষ্টিনন্দিত পর্যটন শহর। আয় হতে পারে বাড়তি অর্থ। শাহজাদপুর উপজেলা শহরটি বানিজ্যিক ও জনবহুল এলাকা হলেও উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে প্রাচিন ঐতিহ্য ও অনুপম নিদর্শন। শাহজাদপুর পৌর শহরে রয়েছে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজরিত কাছারি বাড়ী। ১৮৯০সাল থেকে জমিদারির তদারকি করার জন্য কবি শাহজাদপুরে আসতেন।এটি পুর্বে নিলকদের কুঠি ছিল। পরে কবির পিতামহ এটি নিলামে কিনে নেন পরে এটির নাম হয় কাছারি বাড়ী। মাত্র ২৯ বছর বয়সে জমিদারি দেখাশোনা করার জন্য কবি শাহজাদপুরে যাতায়াত শুরু করেছিলেন । এখানে বসেই কবি অসংখ্য কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেছেন। এটি এখন সরকারি প্রত্নতত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে।এখানে কবির দোতলা বাড়ীটি যাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছে।এইযাদুঘরটিতে রয়েছে কবির খাটপালং সহ অসংখ্য ব্যাবহারিক জিনিসপত্র। যা খুব সহজেই পর্যটকদের দৃষ্টি নন্দিত করবে।পৌর শহরের দরগাপাড়ায় করতোয়া নদীর তীরঘেষে রয়েছে ইসলামি ইতিহাসের এক অনুপম নিদর্শক সুফিসাধক মখদুম শাহ দৌলার মাজার ও মখদুমিয়া জামে মসজিদ। প্রখ্যাত সুফিসাধেকেরা এ মসজিদটি নির্মান করেন। মসজিদটির উত্তর দক্ষিনে দৈর্ঘ্য ১৯.১৩মিটার এবং পুর্ব পশ্চিমে প্রস্থ ১২.৬০ মিটার। এই মাজার এবং মসজিদটি ঐতিহ্যের এক অনুপম নিদর্শন যা খুব শহজেই মানুষের হৃদয় কারবে। এর পাশের মহল্লা ছয়আনিপাড়ায় রয়েছে পঞ্চদশ শতাব্দিতে নির্মিত দুইগম্বুজ বিশিষ্ট মসজিদ। স্থাপত্য শিল্পের দিকথেকে রয়েছে এর ঐতিহ্য গৌরব। কারন পঞ্চদশ শতাব্দিতে বাংলার আর কোথাও দুইগম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মান হয়েছে বলে জানাযায়নি। এমসজিদটিও মানুষের দৃস্টি কারবে।শহর থেকে তিন কিলোমিটার দুরে রয়েছে বাঘাবাড়ী নৌ-বন্দর। সরকার অভ্যান্তরিন নৌপরিবহন উন্নয়নের অংশ হিসেবে বাঘাবাড়ী বড়াল নদীর তীরঘেষে স্থাপিত করেন নদী বন্দর যা এখন বাঘাবাড়ী নৌ-বন্দর হিসেবে পরিচিত। বিকেলে হাজারো মানুষ এখানে আসে বিনোদন উপভোগ করতে। পাশেই রয়েছে যমুনা মেঘনা পদ্মা তিন কোম্পানীর তেলডিপো। এখান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় তেল সরবরাহ করা হয়। বাঘাবাড়ীতেই রয়েছে দুগ্ধ উৎপাদন কারী প্রতিষ্ঠান মিল্কভিটার বিশাল ফ্যাক্টরি। শহরথেকে ৫ কিলোমিটার দুরে পোতাজিয়াতে রয়েছে নবরত্ন মন্দির তিনস্তর বিশিষ্ট মন্দিরটি মধ্যযুগের হিন্দু স্থাপত্যের এক অনুপম নিদর্শন। শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে হস্থচালিত তাঁত শিল্প। এসব তাঁতীপাড়ায় ঢুকলে মনমুগ্ধকর তাতের খটখট শব্দে মনজুড়িয়ে যায়। দুগ্ধভান্ডার খ্যাত শাহজাদপুরে রয়েছে অসংখ্য গরুর বাথান। বাথানে নাগেলে বোঝার উপায় নেই দুধের ভান্ডার কাকে বলে। বাঘাবাড়ীর অদুরে রয়েছে রাউতারা স্লুইচগেট। বাঘাবাড়ী নিমাইচরা বন্যা নিয়ন্ত্রন বাধ। এখানে বর্ষা মৌসুমে হাজারো মানুষ আসে বিনোদন ও পিকনিক করতে। শাহজাদপুরে রাত্রীযাপনের জন্য রয়েছে মানসম্মত অসংখ এসি,ননএসি আবাসিক হোটেল। এখানে আসার জন্য ঢাকার গাবতলী অথবা মহাখালী বাস টার্মিনাল থেকে পাবনাগামী/ শাহজাদপুর গামী অসংখ এসি/নন এসি চেয়ার কোচ রয়েছে। ভাড়া মাথাপিছু মাত্র ২৯০/৩২০ টাকাঅ সুধিমহলের মতে প্রাচিন ঐতিহ্যখ্যাত শাহজাদপুরে সরকারি পৃষ্টপোষকতায় পর্যটন কেন্দ্র গড়ে তুললে অন্যাণ্য পর্যটন নগড়ীর মতো এখানেও আয় হতে পারে বাড়তী অর্থ এবং দুর হতে পারে হাজারো মানুষের বেকারত্ব।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

শাহজাদপুর

শাহজাদপুরে গোসল করা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাশয়ে গোসল করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বেলাল প্রামানিক ও এলাকাবাসী সূ...

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক

করোনায় আশার আলো দেখাচ্ছে ভারতের ভ্যাকসিন

ভারতের প্রথম সাম্ভব্য করোনাভ্যাকসিন কোভ্যাকসিন মানবশরীরে ট্রায়ালের জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়ার ছাড়পত্র পেল...

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

জাতীয়

শাহজাদপুরে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এমপি স্বপন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন সবাইকে শোক...

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

অর্থ-বাণিজ্য

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন...

খরস্রোতা করতোয়া শুকিয়ে এখন ফসলের মাঠ!

অর্থ-বাণিজ্য

খরস্রোতা করতোয়া শুকিয়ে এখন ফসলের মাঠ!

শামছুর রহমান শিশির : ভারতের মরুকরণ প্রক্রিয়ার যাতাকলে পড়ে এক সময়ের প্রবলা, প্রমত্তা, প্রগলভা, সমুদ্রের যোগ্য সহচারী, স্র...

শিমুল হত্যা: আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্ত্রী।

অপরাধ

শিমুল হত্যা: আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্ত্রী।

অনলাইন নিউজ এডিটর : সমকালের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার ১৭ মাস পার হলেও এখনও বিচার শুরু হয়নি। এতে চরম উদ্বেগ, উৎকন...