শুক্রবার, ০২ মে ২০২৫
8

শাহজাদপুর সংবাদ ডটকম ঢাকা : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার ভোর পাঁচটার দিকে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাকসুদুর রহমান, রাজন শিকদার, সুমন শিকদার, রফিকুল ইসলাম ও বাদল খান। তারা মালয়েশিয়াগামী একটি বিমানের যাত্রী ছিলেন।এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসমা আরা জাহান বলেন, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ওই পাঁচ যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের ব্যাগ ও দেহ তল্লাশি করে এপিবিএন। এ সময় তাদের দেহের বিভিন্ন জায়গা থেকে লুকিয়ে রাখা বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।এএসপি আরও বলেন, উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে মার্কিন ডলার, সৌদি রিয়াল ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম রয়েছে। এর মূল্যমান বাংলাদেশি টাকায় ৮৬ লাখ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

অপরাধ

শাহজাদপুরে সরকারি গাছ বিক্রি করে ঋণের দায় শোধ স্কুল দপ্তরির!

শাহজাদপুরে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে পাওয়ানাদারকে সরকারি ক্যানেলের ৫০টি সরকারি গাছ বিক্রি করে টাকা নিতে বলেছেন

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী