মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : সরকার কর্তৃক শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করা উপলক্ষে আজ শনিবার বৃষ্টি উপেক্ষা করে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ প্রদক করে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় । এ সময় স্কুলের শিক্ষকগণ, কর্মচারিবৃন্দ ও ছাত্রছাত্রীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। পরে সেখানে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, 'শাহজাদপুরকে একটি আদর্শ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট রয়েছি । স্কুলটি পুরোপুরি সরকারি হওয়ায় শিক্ষানগরী গড়ে তোলার কাজে আরও একটি ধাপ সম্পন্ন হলো। পর্যায়ক্রমে সকল ধাপ সম্পন্ন করতে কাজ করে চলেছি। আমার ভাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর আইন প্রস্তুত করেছেন। আমরা শাহজাদপুর সরকারি কলেজে অনার্স কোর্স চালু করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করেছি, উচ্চ বিদ্যালয়ে কারিগরী শিক্ষা চালু করেছি ও কলেজে রূপান্তর করেছি।' এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে স্কুলের পরিচালনা পরিষদের সদস্যগণ ও শিক্ষকমন্ডলী বলেন, 'শাহজাদপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষীত শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গরূপে রূপদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । জাতীয়করণের পেছনে শাহজাদপুরের কৃতী সন্তান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল এবং স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি, জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর প্রতি গভীর কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি ।' গত ১১ অক্টোবর বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ (সরকারি মাধ্যমিক-৩) এর উপসচিব লুৎফুন নাহার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন। উক্ত প্রজ্ঞাপনে দেশের মোট ১৯টি উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হয় । এদিকে, শাহজাদপুরবাসীর দীর্ঘ প্রতীক্ষীত শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে সরকারি প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গরূপে রূপদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শাহজাদপুরের কৃতী সন্তান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি ও স্থানীয় আ’লীগ নেতা এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, উপজেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাড. মামুনর রশীদ লিয়াকত, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ, স্থানীয় অভিভাবকমহল, ছাত্রছাত্রীবৃন্দসহ আপামর শাহজাদপুরবাসী। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ায় আনন্দে উদ্ভাসিত হয়ে পড়েছে শাহজাদপুরবাসী। জানা গেছে, প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রস্তাবিত ১৯ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় জাতীয়করনের প্রস্তাব নির্দেশক্রমে অর্থ বিভাগের অনাপত্তি জ্ঞাপন করা গত ১৯ সেপ্টেম্বরে। ওই স্কুলটি জাতীয়করণে আইন সচিব ও এ্যাড. লাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর সম্মতিসূচক তালিকায় অন্তর্ভূক্তি, পরিদর্শন ও ‘ডিড অব গিফট’ এর চিঠি প্রাপ্তির পর জিও (গভর্মেন্ট অর্ডার) জারি হওয়ায় প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গরূপে সরকারি হলো। স্কুলের প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম বলেন, ‘আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) ও সচিব মহোদয়ের সহোদর স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর দীর্ঘদিনের প্রচেষ্টায় গত (বৃহস্পতিবার) শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হলো। এ জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আইন সচিব মহোদয় ও সভাপতি এ্যাড. লাবলু’র কাছে শাহজাদপুরবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সম্পর্কিত সংবাদ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আইন-আদালত

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার...