শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ‘প্রীতি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উদযাপন কমিটির সমন্বয়ক আসাদ উদ্দিন পবলু, সম্মিলন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম হিরা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতিক সংগঠক কাজী শওকত। আলোচনা সভা শেষে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে ‘ও আমার দেশের মাটি....’ এবং ‘আগুনের পরশমনি....’ দুটি রবীন্দ্র সংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ। পরে প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিবৃন্দ শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. আতাউর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। প্রীতি সম্মেলনের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও অতিথিবৃন্দ রবীন্দ্র কাচারিবাড়ির উন্মুক্ত চত্বরে পৃথক পৃথক ভাবে আড্ডা, আলোচনা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম জানান, দেশের ৬৪টি জেলার ৮৪টি শাখার ৬ শতাধিক সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক এবং রবীন্দ্র ভক্ত অনুরাগীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের প্রীতি সম্মেলনকে ঘিরে কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং পরিণত হয় ভক্ত অনুরাগীদের মিলন মেলায়। উল্লেখ্য, গত শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক কামাল লোহানী।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

শাহজাদপুর

শাহজাদপুরে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র-কাছারিব...

শাহজাদপুরে শতাধিক পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরে শতাধিক পুরিয়া হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামছুর রহমান শিশির : গত শুক্রবার রাতে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) মনিরুল ইস...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...