বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ‘প্রীতি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উদযাপন কমিটির সমন্বয়ক আসাদ উদ্দিন পবলু, সম্মিলন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম হিরা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতিক সংগঠক কাজী শওকত। আলোচনা সভা শেষে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে ‘ও আমার দেশের মাটি....’ এবং ‘আগুনের পরশমনি....’ দুটি রবীন্দ্র সংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ। পরে প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিবৃন্দ শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. আতাউর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। প্রীতি সম্মেলনের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও অতিথিবৃন্দ রবীন্দ্র কাচারিবাড়ির উন্মুক্ত চত্বরে পৃথক পৃথক ভাবে আড্ডা, আলোচনা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম জানান, দেশের ৬৪টি জেলার ৮৪টি শাখার ৬ শতাধিক সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক এবং রবীন্দ্র ভক্ত অনুরাগীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের প্রীতি সম্মেলনকে ঘিরে কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং পরিণত হয় ভক্ত অনুরাগীদের মিলন মেলায়। উল্লেখ্য, গত শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক কামাল লোহানী।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

সিরাজগঞ্জ জেলার সংবাদ

বেলকুচিতে করোনায় ক্ষতিগ্রস্ত তাঁত শ্রমিকদের অর্থ সহায়তা

জেলার বেলকুচি উপজেলায় কোভিড-১৯ মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রতাঁতী ও তাঁত শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্...

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

রাজনীতি

শাহজাদপুরে ‘প্রফেসর মেরিনা জাহান কবিতা’কে গণসংবর্ধনা প্রদান

শামছুর রহমান শিশির : আজ মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুরস্থ প্রয়াত ড. মযহারুল ইসলামের বাসভবনে কেন্দ্রীয় আও...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

বাংলাদেশ

৬ বছর ৮ মাসে লেখা কোরআন শরিফের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে সাতক্ষীরায়

৪০৫ কেজি ওজনের কোরআন শরিফটি লিখতে হাবিবুর রহমান ৪০৮টি আর্টপেপার ও ৬৬০টি কলম ব্যবহার করেছেন