মঙ্গলবার, ০৭ মে ২০২৪
শামছুর রহমান শিশির : জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়িতে ‘প্রীতি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ১২ টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত প্রীতি সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উদযাপন কমিটির সমন্বয়ক আসাদ উদ্দিন পবলু, সম্মিলন পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম হিরা প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংস্কৃতিক সংগঠক কাজী শওকত। আলোচনা সভা শেষে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। এতে ‘ও আমার দেশের মাটি....’ এবং ‘আগুনের পরশমনি....’ দুটি রবীন্দ্র সংগীত সমবেত কণ্ঠে পরিবেশন করেন শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যলোকের শিল্পীবৃন্দ। পরে প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিবৃন্দ শাহজাদপুর রবীন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রধান অতিথি ড. আতাউর রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। প্রীতি সম্মেলনের দ্বিতীয় পর্বে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পী ও অতিথিবৃন্দ রবীন্দ্র কাচারিবাড়ির উন্মুক্ত চত্বরে পৃথক পৃথক ভাবে আড্ডা, আলোচনা, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম জানান, দেশের ৬৪টি জেলার ৮৪টি শাখার ৬ শতাধিক সংগীত, নৃত্য ও আবৃত্তি শিল্পী, কবি, সাহিত্যিক, গবেষক এবং রবীন্দ্র ভক্ত অনুরাগীরা এ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের প্রীতি সম্মেলনকে ঘিরে কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি প্রাঙ্গণ রবীন্দ্র ভক্ত অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং পরিণত হয় ভক্ত অনুরাগীদের মিলন মেলায়। উল্লেখ্য, গত শুক্রবার সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিন ব্যাপি জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩৯ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক কামাল লোহানী।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ধর্ম

যেভাবে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন নবিজি (সা.)

ইসতিসকা শব্দের অর্থ পানি বা বৃষ্টি প্রার্থনা করা। সালাতুল ইসতিসকা অর্থ বৃষ্টি প্রার্থনার নামাজ। শারিয়তের পরিভাষায় অনাবৃষ...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

শাহজাদপুর

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদন্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতসোমবার দুপ...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

অপরাধ

শাহজাদপুরে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার বিচার কাজ ৬ বছরেও শেষ হয়নি

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২২ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : শাহজাদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র সাব্ব...