মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের সার ও বীজ রাখার গুদামটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভেঙ্গে জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোন মূহুর্তে তা ভেঙ্গে পড়ে প্রাণহানীর ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়েছে। সার ও বীজ রাখার বিকল্প কোন উপায় না থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য হয়ে এখানেই সার ও বীজ রাখছেন। তাই নিরুপায় হয়েই জরাজির্ণ এ গুদামের ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে জীবনের ঝুকি নিয়ে কৃষকদের মাঝে প্রতিনিয়ত সার ও বীজ সরবরাহ করতে হচ্ছে কৃষি কর্মকর্তা-কর্মচারিদের। অপর দিকে জীর্ণ এ গুদামে সার ও বীজ সংরক্ষণ কাজও চরম ভাবে ব্যহত হচ্ছে। গতকাল সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে গুদামটি পরিদর্শন করে দেখা যায়, গুদামটির প্রতিটি দরজা,জানালা ভেঙ্গে গেছে। ছাদের পরেস্টারা উঠে লোহার রড বের হয়ে গেছে। গুদামের বাইরের দেয়ালের অধিকাংশ স্থানের পলেস্টারা উঠে গিয়ে ইট বের হয়ে নোনা ধরেছে। এ ছাড়া গুদামের ভিতরের সমস্ত গাত্র নোনা ধরে পুরো গুদামটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়েছে। তারপরেও কর্তা ব্যক্তিরা সেখানে বসে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কর্তা ব্যক্তিরা জানান,দেশ স্বাধীনের পর বিএডিসি প্রকল্পের আওতায় কৃষি বিভাগের এ গুদামটি নির্মাণ করা হয়। ওই প্রকল্পটি বিলুপ্ত হওয়ার পর দীর্ঘদিন এ গুদামটি পরিত্যাক্ত অবস্থায় ছিল। ফলে বৃষ্টি,বন্যা আর প্রাকৃতিক দূর্যোগে গুদামটি নষ্ট হয়ে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এটিকে কোন রকমে মেরামত করে কৃষি অফিসের সার ও বীজ রাখা হচ্ছে। কিন্তু এ জরাজীর্ণ গুদামে সার ও বীজ রাখায় তা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। আর নষ্ট সার,বীজ নিয়ে আবাদ করলে কৃষকের ফসল উৎপাদন নষ্ট হয়ে ফলন বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে গুদামটি পূণঃনির্মাণ জরুরী হয়ে পড়েছে। এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মনজু আলম সরকার বলেন, বিষয়টি কৃষি সংক্রান্ত স্ট্যান্ডিং মিটিং এ আলোচনা হয়েছে। কৃষি বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু এখনও এ ব্যাপারে তারা কোন ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই কর্মরত কর্তা ব্যক্তিরা ঝুঁকির মধ্যে কাজ করছে। তিনি আরো বলেন,আগামী বছরের মধ্যে এ সমস্যা সমাধানের সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...