বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি নৌরুটে চলাচলকারী ইঞ্জিনচালিত ট্রলারে সামাজিক দূরত্ব না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। এ নৌরুট দুটি হলো কৈজুরি ইউনিয়নের মোনাকষা থেকে সোনাতুনি ইউনিয়নের বানতিয়ার ও জামিরতা থেকে বানতিয়ার ঘাট। সরকারি নির্দেশ অমান্য করে এ দুটি নৌরুটে গাদাগাদি করে যাত্রী পরিবহনের ফলে ওই সব এলাকার মানুষ চরম করোনা ঝুঁকির মধ্যে পড়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করায় দুমাস ধরে এ দুটি নৌরুটে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌকার চালকরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা ইচ্ছামাফিক ও খেয়ালখুশি মতো অতিরিক্ত যাত্রী পরিবহন করছে। গত ঈদের পর দিন অতিরিক্ত যাত্রী নিয়ে এনায়েতপুর থেকে চৌহালি যাওয়ার পথে নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু হওয়ার পরও তাদের হুঁশ হয়নি। গত সোমবার দেখা যায়, ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত বানতিয়ার ঘাট থেকে ৫টি যাত্রী বোঝাই ইঞ্জিনচালিত শ্যালো নৌকা ও ট্রলার মোনাকষা ও জামিরতা ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এ সব নৌকায় শতাধিক করে যাত্রী পরিবহন করা হয়। এসব যাত্রী একজনের গায়ের সঙ্গে আরেক জনের গা লাগিয়ে চাপাচাপি করে বসে যাতায়াত করছে। এ বিষয়ে চালকদের যেমন কোনো মাথাব্যথা নেই, তেমনি যাত্রীরাও চলছেন স্বাস্থ্যবিধি না মেনে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌকাচালক জানান, কম যাত্রী নিয়ে নৌকা ছাড়লে ভাড়ায় পোষায় না। তাই বাধ্য হয়েই অতিরিক্ত যাত্রী পরিবহন করছি। ওই নৌকার একাধিক যাত্রী বলেন, নৌকা চালককে যাত্রী কম নিতে বলা হলে তারা নানা ধরনের অপমানজনক কথা শোনায়, লাঞ্ছিত করে। অনেক সময় নৌকা থেকে নামিয়ে দেয়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, এ দুটি রুটে চলাচলকারী নৌকার চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে বলা হয়েছে। তারপরেও আমাদের অজান্তে কেউ অতিরিক্ত যাত্রী পরিবহন করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা বলেন, অচিরেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্রঃ দেশ রুপান্তর

সম্পর্কিত সংবাদ

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

উপ-সম্পাদকীয়

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা

ঢাকার কাফরুলে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ

ঢাকার কাফরুলে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গতকাল শনিবার বিকেলে ঢাকার কাফরুল থানা এলাকার পার্ক (চাইনিজ) হোটেলে মহানগর মুক্তিযোদ্ধাদের এক মত বিনিময়...

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

দিনের বিশেষ নিউজ

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদ-উল-আযহা’র পরবর্তীতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ও শাহজাদপুর-ঢাকা মহাসড়কে বাস ভাড়া আরেক দফা বেড়েছ...

ঘুষ না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষা অফিসের অফিস সহকারী!

অপরাধ

ঘুষ না দেয়ায় প্রধান শিক্ষককে পেটালেন শিক্ষা অফিসের অফিস সহকারী!

শাহজাদপুর প্রতিনিধি : এবার ঘুষের ৫ হাজার টাকা না দেয়ায় খোঁদ শাহজাদপুর প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী আব্দুর রশিদ কর...