শনিবার, ২০ এপ্রিল ২০২৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র, শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনার দর্শন-বাংলাদেশের উন্নয়ন ও শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’- এসব প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার শাহজাদপুর উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। তিনি বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, ‘ বর্তমান সরকারের শাষণামলে দেশে অতি দারিদ্রতার হার অনেকাংশে কমেছে ও মাথাপিছু আয় বেড়েছে। এছাড়া শিশু মৃত্যুর হার কমেছে, বন্ধ কমিউনিটি ক্লিনিক চালুকরণ, বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি, খাদ্যশষ্য উৎপাদন বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, রেকর্ড পরিমান নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান, মুক্তিযোদ্ধার ভাতার পরিমান বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের হার বৃদ্ধি, অতি দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল বিতরণ কার্যক্রম, দেশের প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবাপ্রদানের সুব্যবস্থা, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, মানবতা বিরোধী অপরাধের বিচার করাসহ দেশের সকল খাতে অগ্রগতি সাধিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রান্তিক পর্যায়ে ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে সরকারি সকল প্রকার ফরম ডাইনলোড ও পূরণের সেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, পাবলিক পরীক্ষার ফলাফল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, মোবাইল ব্যাংকিং, বিদেশ গমনের জন্য সকল প্রকার তথ্য, পাসপোর্ট ফরম পূরণ, ভিসা যাচাই, রেলওয়ে টিকেট সিস্টেম, ই-টেন্ডার, ই-সার্ভিস সিস্টেম, ই-পরচা, আয়কর নিবন্ধন, নাগরিক পরিসেবার বিল পরিশোধসহ ’২ শতাধিক সেবা প্রদান করা হচ্ছে।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ২০১৬ সাল পর্যন্ত বর্তমান সরকারের সাফল্য ও অগ্রগতির তুলনামূলক চিত্র তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসার আব্দুর রহিম। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রকৃত চিত্র জনগণের মাঝে তুলে ধরার জন্য তিনি উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান। কারণ, সাংবাদিকদের ছাড়া সরকারের এ উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়টি জনগণকে অবহিত করণের আর কোন বড় মাধ্যম নেই বলেও জেলা তথ্য অফিসার উল্লেখ করেন। ওই সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি ) মোহাম্মদ হাসিব সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

আগস্টে দেশের তৈরি পোশাক রপ্তানি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার। হয়েছে ৩২৩ কোটি ৮৭ লাখ ৫০ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শত...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে

অর্থ-বাণিজ্য

শাহজাদপুর কোরবানীর গরু যাচ্ছে ঢাকাসহ সারাদেশে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদুল আজহা সমাগত। প্রতি বছর কোরবানির ঈদের আগে গবাদীপশুর রাজধানী শাহজাদপুরসহ আশেপাশের গবাদী পশ...