বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
শাহজাদপুর প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ঘোষশ্রীফলতলা গ্রামে রহিম গ্রুপ ও হাবিব গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে হাবিব সরকার (৩০) ওরফে হাবু নামের এক ব্যক্তি ফালাবিদ্ধ হয়ে নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। নিহত হাবিব সরকার ঘোষশ্রীফলতলা গ্রামের মৃত খলিলুর রহমান সরকারের ছেলে। পুলিশ এদিন দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের আহতদের মধ্যে রিপন, মিলন, চায়না, আক্তার, মন্টু ও রশিদের জখম গুরুতর বলে জানা গেছে। এদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলো, একই গ্রামের আব্দুর রউফ (৭০), রহিম (৬৫), আলম (৩৬), আলেয়া (২৮) ও মোমেনা (৪২)। পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘোষশ্রীফলতলা গ্রামের হাবিব সরকারের সাথে ৬০ শতক জমির মালিকানা নিয়ে একই গ্রামের রহিম সরকারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বিবাদমান ওই জমিতে আজ বুধবার সকালে হাবিব গো-খাদ্য হিসেবে বোনা মাশকালাই ঘাস কাটতে গেলে রহিমের ছেলে আলম বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হাবিবসহ উভয়পক্ষের ১১ ব্যক্তি আহত হয়। ফালাবিদ্ধ হাবিবকে আশংকাজনক অবস্থায় বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে শাহজাদপুর থানার এসআই কমল কুমার দেবনাথ বলেন,‘নিহতের বুকে এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে।’ থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান,‘এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এরই মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

শাহজাদপুরে ভূমি সপ্তাহ শুরু

ভূমি সংক্রান্ত নাগরিক সেবা আরও জনমুখী, তথ্য প্রযুক্তি নীর্ভর ও গ্রাহক বান্ধব করে তোলার লক্ষে গতকাল শনিবার উপজেলা ভূমি অফ...