মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
বিশেষ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে মারা যাওয়ার ৩ বছর পরে ওই মৃত ব্যক্তিকেই দলিল দাতা সাজিয়ে ৭ শতক সম্পত্তি রেজিষ্ট্রিমূলে লিখে নেয়ার তথ্য পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় বইছে সমালোচনার ঝড়! প্রাপ্ত তথ্যে জানা গেছে, শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লার মৃত ফাজিল প্রামাণিকের ছেলে আস্তুল প্রামাণিক গত ০১/০৪/১৯৪৩ ইং সালে শ্রী ছকি প্রামাণিক, শ্রী আজিজল শেখ, ছোরহাব আলী, মফিজ উদ্দিন শেখ এবং এফাজ উদ্দীন শেখদের কাছ থেকে ২০ শতক ভূমি ক্রয় করেন। যার মৌজা দ্বারিয়াপুর, সিএস খতিয়ান নং- ৩১২, দাগ নং-৪৮৮৩, ২৬ শতকের কাতে ১০ শতক ভূমি এবং ৪৮৮৯ দাগে ১৪ শতকের কাতে ১০ শতকসহ মোট ২০ শতক ভূমি। গত এসএ রেকর্ডের সময় উক্ত ৪৮৮৩ নং দাগে ১৬ শতক এবং ৪৮৮৯ দাগে ১৪ শতক ভূমি ৫৩৬ নং খতিয়ানভুক্ত হয়ে আস্তুল প্রামাণিকের নামে রেকর্ডভুক্ত হয়। উক্ত মূল মালিক আস্তুল প্রামাণিক গত ১৬/০৪/১৯৬৬ ইং তারিখে মারা যায়। শাহজাদপুর পৌরসভা থেকে দেয়া তার মৃত্যু সনদে ‘বনওয়ারী নগর ফরিদপুরে নৌকাডুবি’তে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছে। গত ১৬/০৪/১৯৬৬ ইং তারিখে আস্তুল প্রামাণিক মারা গেলেও মৃত্যুর ৩ বছর পরে গত ১৪/০৪/১৯৬৯ ইং তারিখে খোষ কবলা ৩২৯৫ নম্বর দলিলে তাকে দাতা দেখিয়ে উল্লাপাড়া উপজেলার খাশের চর গ্রামের মৃত হাতেম আলী তালুকদারের ছেলে ওয়ারেছ আলী তালুকদার বরাবর ৭ শতক ভূমি হস্তান্তর দেখানো হয়েছে যা সম্পূর্ণই অসম্ভব ও হাস্যকর বটে! উক্ত আস্তুল প্রামাণিকের নামে গত এসএ রেকর্ডে ৫৩৬ খতিয়ানে ৪৮৮৩ নং দাগটি পরিশুদ্ধভাবে রেকর্ড হওয়া সত্বেও উক্ত ৩২৯৫ নং দলিলে দাতা আস্তুল প্রামাণিকের নামে সেই বিবরণ না দিয়ে শুধুমাত্র সিএস রেকর্ডের দাগ-খতিয়ান উল্লেখ করা হয়েছে যা অত্যন্ত সন্দেহের বিষয়! কারণ; আস্তুল প্রামাণিক প্রকৃতপক্ষে তো ১৯৬৬ ইং সালে মৃত্যুবরণ করেছেন। আর তাকে জীবিত দেখিয়ে জাল দলিলটি তৈরি করা হয়েছে ১৯৬৯ ইং সালে। সন্দেহের সুস্পষ্ট আরেকটি কারণ হলো যে, উক্ত ভূমির সিএস খতিয়ানের তথ্য সংগ্রহের জন্য রেকর্ডরুম সিরাজগঞ্জ এ জাবেদা নকলের আবেদন করলে গত ২৩/০৭/২০১৭ ইং তারিখে যে তথ্য (ইনফরমেশন) কপি দেয়া হয়েছে তাতে ‘প্রদান না করার কারণ। প্রার্থীত খতিয়ানের পাতা ছেড়া থাকায় জাবেদা নকল সরবরাহ করা গেলো না’। জাল দলিল তৈরি করে ক্রয়ের পর ওয়ারেছ আলী তালুকদার উক্ত ৭ শতক ভূমি তার নামে খাজনা খারিজও করে নেন। গত আরএস জরিপামলে এসএ ৪৮৮৩ নং দাগটি ৭ শতক ভূমি ওয়ারেছ আলীর নামে রেকর্ডভুক্ত না হয়ে আলতাব হোসেন গংদের নামে রেকর্ডভুক্ত হওয়ায় জাল দলিলমূলে প্রাপ্ত ওয়ারেছ আলী তালুকদার আলতাব হোসেন গংদের বিরুদ্ধে মোকাম শাহজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতে অপর প্রকার ২২৬/২০১১ নং রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন। ওয়ারেছ আলী তালুকদার গত ১৩/০১/২০১৮ ইং তারিখে মৃত্যুবরণ করলে তার ওয়ারিশগন কায়েম মোকাম করে বাদীপক্ষের মামলা পরিচালনা করে আসছেন। উক্ত জাল দলিলের গ্রহীতা ওয়ারেছ আলী তালুকদার গত ইং ২৭/০৩/২০০৮ তারিখে উক্ত ৭ শতক ভূমির এসএ ৫৩৬ নং খতিয়ান উল্লেখ করে হামিদা বেগম, পিতা: মরহুম হাতেম আলী তালুকদার, স্বামী : মরহুম রশিদুল হক, মাতা: মরহুম জায়েদা খাতুন, গ্রাম : মণিরামপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ বরাবর ২৩৬৯ নং হেবানামা ঘোষণাপত্র মূলে ১৪ শতক ভূমি হস্তান্তর করেছেন। মৃত্যুর ৩ বছর পরে সেই ব্যক্তিকে দাতা দেখিয়ে এসএ ৪৮৮৩ নং দাগের ৭ শতক ভূমির হস্তান্তর ও অন্যান্য মামলা এবং তার বিষয়াদি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আর সে বিষয়গুলোর পরিশুদ্ধ সমাধান দেয়া একমাত্র মাননীয় আদালতেরই ক্ষমতা আছে বলেই অভিজ্ঞ মহল মনে করেন।

সম্পর্কিত সংবাদ

‘চিরায়ত মাছে ভাতে বাঙালি’ কথাটি ধীরে ধীরে পরিণত হচ্ছে কল্পবাক্যে

অর্থ-বাণিজ্য

‘চিরায়ত মাছে ভাতে বাঙালি’ কথাটি ধীরে ধীরে পরিণত হচ্ছে কল্পবাক্যে

শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় বিল চলনবিল। এ বিলকে দেশের সর্ববৃহত মাছের খনি বলা হতো। নদী-নালা, খা...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

৩’শ ৬০ জন দুগ্ধদাই মাতাকে ভাতা কার্ড প্রদান

শাহজাদপুর  প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার সকালে ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের আওতায় শাহজাদপুর পৌরসভা কর্তৃক বাছাইকৃত উপক...

শাহজাদপুর মহিলা কলেজের বিবাহিত প্রভাষক ও বিবাহিতা ছাত্রীর অবৈধ বিয়ের গুঞ্জন ! অভিযুক্ত লম্পট শিক্ষককে সাময়িক বরখাস্ত : ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মহিলা কলেজের বিবাহিত প্রভাষক ও বিবাহিতা ছাত্রীর অবৈধ বিয়ের গুঞ্জন ! অভিযুক্ত লম্পট শিক্ষককে সাময়িক বরখাস্ত : ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ

শামছুর রহমান শিশির : প্রবাদে রয়েছে ‘ভাবেতে মজিলে মন, কী বা মুচি কী বা ডোম ? ’ বা প্রচলিত প্রেম মানে না কোন ধর্ম, বর্ণ, জ...

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আইন-আদালত

শাহজাদপুরে ছেলেকে অপহরণ ও ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ২লাখ টাকা চাঁদা দাবী ৩ অপহরণকারী আটক

আজ রোববার শাহজাদপুরে চাঁদাবাজও অপহরণকারী চক্রের ৩ সদস্যকে পুলিশ আটক করে। এরা হল, উপজেলার...

শাহজাদপুরে আবারও মানব দেহে অ্যানথ্রাক্সঃ ১৩ জন আক্রন্ত

শাহজাদপুরে আবারও মানব দেহে অ্যানথ্রাক্সঃ ১৩ জন আক্রন্ত

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আবারও মানব দেহে অ্যানথ্রাক্স রোগ ছড়িয়ে প...