বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুরে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কার্যক্রম ফের আরেক দফা পেছানো হয়েছে। এ নিয়ে দুই দফা যাচাই বাছাই কার্যক্রমের তারিখ পরিবর্তন করলো যাচাই বাছাই কমিটি। জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর পৌরসদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শাহজাদপুর থানা কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। যাচাই বাছাই কমিটির সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন ও সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান তরুন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খালেকুজ্জামান ও ডেপুটি কমান্ডার বিনয় কুমার পালসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে ওই যাচাই বাছাই কার্যক্রম শুরু করেন। পরদিন রোববার শাহজাদপুর উপজেলা পরিষদের শহিদ স্মৃতি সন্মেলন কক্ষে ২য় দিনের মতো মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম অনুষষ্ঠিত হয়। এ দিনের কার্যক্রমে সভাপতি হিসেবে উপস্থিত থেকে যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় এমপি, সাবেক শিল্প-উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যাচাই বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান তরুন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খালেকুজ্জামান ও ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক জনতার মশাল পত্রিকার সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ দুই দিনেও যাচাই বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পুন:তারিখ ঘোষণা করা হয়। ওই দিনেও যাচাই বাছাই কার্যক্রম শেষ না হওয়ায় আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের তারিখ পুনরায় নির্ধারণ করেছেন সংশ্লিষ্ট কমিটি। এ ব্যপারে যাচাই বাছাই কমিটির সদস্য সচিব শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, ‘ গত ১৮ ফেব্রুয়ারি কমিটির সভাপতি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন রাজশাহী বিভাগীয় কর্মী সন্মেলনে যোগ দেয়ায় তার অনুপস্থিতিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শেষ করা সম্ভব হয়নি। আইনে রয়েছে সভাপতির সময়ের ওপর ভিত্তি করে টাইম নির্ধারণ করা যাবে। ২৫ ফেব্রুয়ারি শনিবার সভাপতির উপস্থিতিতে যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

সুরা আল ইমরানের বিষয়বস্তু

ধর্ম

সুরা আল ইমরানের বিষয়বস্তু

সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা এবং ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

বাংলাদেশ

দেশের যে গ্রামে যাকাত-ফিতরা নেওয়ার মানুষ নেই

একটি সংগঠনের উদ্যোগে বদলে গেছে গ্রামের চিত্র। গ্রামের সকল পরিবার হয়েছে এখন সচ্ছল। এই গ্রামে এখন ফিতরা ও যাকাত নেওয়া মানু...

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

বাংলাদেশ

বগুড়ায় ৬ টাকায় এক কেজি কাঁচা মরিচ

চাষিরা বলছেন, খেত থেকে হাটে নেওয়া পর্যন্ত প্রতি কেজি কাঁচামরিচে গড়ে তিন টাকা খরচ হয়। এ ছাড়া রয়েছে খাজনা ও অন্যান্য খরচ,...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...