শনিবার, ২০ এপ্রিল ২০২৪
শাহজাদপুর প্রতিনিধি : জঙ্গিবাদ, সন্ত্রাস, মৌলবাদ ও রাজাকারমুক্ত সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার সুদীপ্ত শপথ নিয়ে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ রোববার শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ দিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় মডেল পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বয়স্কাউট, গার্ল-গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত কুজকাওয়াজের সালাম গ্রহণ করেন। পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও কিন্ডার গার্টেন এর ছাত্র-ছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করেন। সকাল ১০টায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের এক বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টায় হাইস্কুল মাঠের মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র নাসির উদ্দিন (ভারপ্রাপ্ত) মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, মুক্তিযোদ্ধা কমান্ডার খালেকুজ্জামান খান, ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, নেয়ামুল ওয়াকিল খান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু প্রমুখ। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি হাসিবুর রহমান স্বপন। এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামীলীগ, বিএনপি, জাসদ, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

মহানবী (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল

আন্তর্জাতিক

মহানবী (সা.) এর পোশাক দেখতে ইস্তাম্বুলে হাজারো মানুষের ঢল

খবরে বলা হয়, হযরত উওয়াইস আল-কারনি (রা.)-কে উপহার হিসেবে পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। তার বংশধররা এটি দীর্ঘ ১৪শ’ বছর...

দেশের প্রথম বৈদ্যুতিক থ্রি-হুইলার বাঘ ইকো ট্যাক্সি জুলাই থেকে উৎপাদনে যাবে

অর্থ-বাণিজ্য

দেশের প্রথম বৈদ্যুতিক থ্রি-হুইলার বাঘ ইকো ট্যাক্সি জুলাই থেকে উৎপাদনে যাবে

বিদ্যুৎ চালিত এই গাড়িটি প্রায় শব্দহীন। অন্যদিকে, এর অভ্যন্তরীণ বায়ুচলাচল ব্যবস্থা এবং ফ্যান এমনভাবে তৈরি করা হয়েছে যা...

শাহজাদপুরের চা দোকানী হত্যার রহস্য উদঘাটিত

অপরাধ

শাহজাদপুরের চা দোকানী হত্যার রহস্য উদঘাটিত

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর গালা ইউনিয়নের ভেড়াখোলা গ্রামে এবছর ১৯মার্চে ডোবা থেকে জামাত আলী নামের এক চা দোকানীর লাশ উ...

দিনে গরম রাতে শীত- বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ

স্বাস্থ্য

দিনে গরম রাতে শীত- বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দিনে গরম রাতে শীত! সিরাজগঞ্জ জেলায় ঘরে ঘরে সর্দি জ¦র-ডায়রিয়াসহ বিভিন্...

শাহজাদপুরে মাদক সম্রাজ্ঞীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইন-আদালত

শাহজাদপুরে মাদক সম্রাজ্ঞীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী কুন্ঠিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে...