শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
নিজস্ব প্রতিনিধি, শনিবার, ১০ নভেম্বর-২০১৮ খ্রিষ্টাব্দ : সরকারী আইন, কানুন, রীতি, নীতি, বিধি, বিধান মেনে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিপুল পরিমান অর্থ রাজস্ব হিসেবে সরকারী কোষাগারে জমা দিয়ে শাহজাদপুর উপজেলার বড়াল-হুড়াসাগর বালুমহাল ইজারা নিয়েও বালু উত্তোলন করতে পারছেন না বৈধ ইজারাদার রকিবুল হাসান। স্থানীয় স্বার্থান্বেষী একটি মহলের অবৈধ, অযৌক্তিক বাধার কারণে ওই বালুমহাল থেকে বালু উত্তোলন করতে না পেরে বৈধ ইজারাদারের প্রায় ১ কোটি টাকা লোকসান গুণতে হচ্ছে। ইজারাদার রকিবুল হাসান তার ব্যবসায়ীক ক্ষতি রোধে ও ঘটনার প্রতিকার দাবী করে স্বার্থান্বেষী মহলের ৭ জনের নামে শাহজাদপুর থানায় একটি জিডি ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ পেশ করেছেন। কিন্তু স্বার্থান্বেষী ওই মহল কর্তৃক ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাষের হুমকি, ড্রেজার পুড়িয়ে দেয়ার হুমকিসহ অবৈধভাবে বাধা সৃষ্টি করায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও আজও বালুমহাল থেকে বালু উত্তোলন করতে পারছে না বৈধ ইজারাদার রকিবুল। তিনি বালু উত্তোলনের সকল অন্তরায় দূরীকরণে সিরাজগঞ্জ জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। শাহজাদপুর থানায় দাখিলকৃত জিডি ও জেলা প্রশাসক বরাবর পেশকৃত লিখিত অভিযোগসূত্রে প্রকাশ, গত ১৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা প্রশাসন জেলার বিভিন্ন বালুমহাল বাৎসরিক ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করে। প্রেক্ষিতে, গত ৫ এপ্রিল জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভায় শাহজাদপুরের বড়াল-হুড়াসাগর বালুমহালের বাৎসরিক সরকারী ইজারামূল্য ১ লাখ ৬ হাজার ৩’শ ৭০ টাকার পরিবর্তে ৬ লাখ ১ হাজার টাকা ডেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হয়ে বালু ব্যবসায়ী রকিবুল হাসান বালুমহালের বাৎসরিক ইজারার ডাকের অর্থ বাবদ ৬ লাখ ১ হাজার টাকা, ইজারা মূল্যের ওপর ৫% আয়কর বাবদ ৩০ হাজার ৫০ টাকা, ১৫% ভ্যাট বাবদ ৯০ হাজার ১’শ ৫০ টাকাসহ সর্বমোট ৭ লাখ ২১ হাজার ২’ টাকা যথাসময়ে সরকারী কোষাগারে জমা দিয়ে ৩’শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে জেলা প্রশাসকের সাথে চুক্তিনামা সম্পাদন করে বালুমহালের স্থান জরিপের আবেদন করেন। গত ১১ জুন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশক্রমে শাহজাদপুর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বড়াল-হুড়াসাগর বালুমহালের আওতাভূক্ত চয়রা, সন্তোষা ও লোচনা মৌজার ১ নং খাস খতিয়ানের ৫৯১, ৩৯৬, ৩১৪৮, ৩৬, ২৪০৬ ও ২৪০৭ দাগের ৩৮.১৬ একর জমি সরেজমিন জরিপ করে ইজারাদার রকিবুল হাসানকে বুঝে দেয়া হয়। পরবর্তীতে ইজারাদার ও তার স্থানীয় প্রতিনিধি, ড্রেজার মেশিন মিস্ত্রি ও লেবারদের নিয়ে বড়াল-হুড়াসাগর বালুমহালের নির্ধারিত স্থানে ড্রেজিং শুরু করলে চয়রা গ্রামের মৃত হাশেম আলীর ছেলে মজনু, মোমেন আলীর ছেলে রওশন আলী, হাজী আব্দুল লতিফ প্রামানিকের ছেলে মানিক, আব্দুল জব্বার দেওয়ানের ছেলে সোবহান, কোরানীর ছেলে মকবুল, হাজী মোবারকের ছেলে ছোরহাব ও আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নান অবৈধ প্রতাপ, প্রভাব খাটিয়ে, গায়ের জোরে সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত বড়াল-হুড়াসাগর বালুমহালের আওতাভূক্ত ৩৮.১৬ একর জমি পৈত্রিক সম্পত্তি হিসেবে দাবী করে বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেয়। উপায়ান্ত না পেয়ে গত ১১ জুলাই ইজারাদার রকিবুল হাসান স্বার্থান্বেষী মহলের ওই ৭ জনের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি জিডি করেন (নং-৪৭১) ও আর্থিক ক্ষতি ওই একই ৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ ও নির্বিঘ্নে বালু উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবী জানান। এ বিষয়ে বড়াল-হুড়াসাগর বালুমহালের বৈধ ইজারাদার রকিবুল হাসান  শনিবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে আক্ষেপ ও চরম হতাশা প্রকাশ করে বলেন, ‘ বিপুল অর্থ বিনিয়োগ করে বড়াল-হুড়াসাগর বালুমহাল ১ বছরের জন্য ইজারা নিলেও একটি স্বার্থান্বেষী মহলের বাধার কারণে আজ অবধি বালু উত্তোলন করতে পারছি না। ফলে আমার প্রায় ১ কোটি টাকার আর্থিক ক্ষতিসাধিত হয়েছে। এ ক্ষতি পোষাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, শাহজাদপ্রু উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি)সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করছি।’ বিজ্ঞমহলের মতে, ‘ওই বালুমহাল ইজারা প্রদানের ফলে যেমন সরকারী রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে, বালুমহালের নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলন করলে শুষ্ক মৌসুমেও পাটুরিয়া-বাঘাবাড়ী নৌ-চ্যানেলের বড়াল নদীতে নাব্যতা সংকট সৃষ্টি হবে না। ফলে শুষ্ক মৌসুমে ওই নৌ-চ্যানেলে নাব্যতা বৃদ্ধিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) এর ড্রেজিং বাবদ অতিরিক্ত সরকারি অর্থেরও সাশ্রয় হবে।’

সম্পর্কিত সংবাদ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

অপরাধ

উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে গৃহবধুর মৃত্যু

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ষাঁড়ের শিংয়ের আঘাতে খুশি বেগম (৩২) নামে এক গৃহবধুরর মৃত্যু হয়েছে। বুধবার বিক...

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে পৌরসভা ও অগ্নিবীণা সংসদে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আজ শুক্রবার শাহজাদপুর পৌরসভা ও ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন অগ্নিবীণা সংসদের উদ্যোগে ইফত...

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

উল্লাপাড়া

উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর শিশুর মৃতদেহ উদ্ধার

তানিম তূর্যঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৫ ঘন্টা পর পুকুর থেকে ইয়াম ইসলাম( ৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে...

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

অর্থ-বাণিজ্য

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

নিজস্ব প্রতিনিধি : মিল্কভিটা কর্তৃপক্ষ খামারী পর্যায়ে দুধের দাম কমিয়ে এবং কোঠা পদ্ধতি চালু করে দুধ সংগ্রহ করছে। খামারী...

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

অর্থ-বাণিজ্য

উপজেলা কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ শাহজাদপুর উপজেলার কাপড়ের হাট আড়ৎ মালিক সমিতির নব-নির্বাচিত ক...