বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিষাক্ত চোলাই মদপানে রুবেল হোসেন (১৭) নামের এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে । নিহত রুবেল উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা মহল্লার শহিদুল মুন্সীর ছেলে। সে স্থানীয় মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র। একই সাথে বিষাক্ত চোলাই মদ্যপায়ী অপর ৩ ছাত্র অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলেন, পৌর এলাকার শক্তিপুর মহল্লার ফটিকের ছেলে মোক্তার (২২), আলমের ছেলে সম্রাট (১৭) ও সাহেব আলীর ছেলে আলামিন (১৮)। এদের মধ্যে মোক্তারের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার শক্তিপুর গ্রামের মোক্তার, সম্রাট, আলামিন ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের নগরডালা মহল্লার রুবেল এ ৪ ছাত্র বিষাক্ত চোলাই মদপান করে অসুস্থ্য হয়ে পড়ে। এদের মধ্যে এদিন রাত ২ টার দিকে রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরীক অবস্থার চরমাবনতি ঘটলে রাতেই তাকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথিমধ্যেই রুবেল মারা যায়। অপরদিকে, শনিবার সকালে অসুস্থ্য মোক্তার, সম্রাট ও আলামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে আবাসিক চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার এসআই এসলাম আলী জানান, ‘শনিবার দুপুরে রুবেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...