শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ কেন্দীয় কর্মসূচীর আলোকে এবং আগামী ৩০ অক্টোবর সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের সমর্থনে গতকাল বুধবার সকালে শাহজাদপুরে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বাঘাবাড়ী ঘাট শাখা এক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এ সময় তারা বাঘাবাড়ি ঘাট এলাকার বগুড়া-নগরবাড়ী মহাসড়ক এবং পদ্মা-মেঘনা-যমুনা অয়েল ডিপো অবরোধ করে রাখে। আধা ঘন্টা ব্যাপী এ অবরোধ কর্মসূচীর কারণে আগে-পরে প্রায় দুই ঘন্টা সময় অয়েল ডিপো থেকে তেল সরবরাহ বন্ধসহ বগুড়া-সগরবাড়ী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধ ও বিক্ষোভ কর্মসূচীরপর মহাসড়ক ও অয়েল ডিপোর তেল সরবসরাহ স্বাভাবিক হতে দুই ঘন্টার উপরে সময় লেগে যায়। ‘ আর নয় প্রতিশ্রুতি, দাবির বাস্তবায়ন চাই’ এই শ্লোগান সামনে রেখে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচীতে ঐক্য পরিষদের ১২ দফা দাবীর মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আগামী ৩০ অক্টোবর থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের মাধ্যমে দেশ অচল করে দেয়া হবে বলে বক্তারা উল্লেখ করেন। ‘সওজ’ অধিদপ্তরের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, ফেরীঘাটে ট্যাংকলরী পারাপারে অগ্রাধিকার, ট্যাংকলরী চলাচলে পুলিশি হয়রানি বন্ধ, বাস্তবতার আলোকে তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরীর ভাড়া বৃদ্ধিসহ ১২ টি দফা বাস্তবায়নের দাবি জানানো হয়। অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন - পেট্রোলপাম্প মালিক সমিতি বাঘাবাড়ী ঘাট শাখার সভাপতি আব্দুল মান্নান শিকদার, সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা সভাপতি আলহাজ্ব মোঃ আকবর আলী মিয়া, রাজশাহী বিভাগীয় যুগ্ম-সম্পাদক ওয়াজেল হক, উত্তরবঙ্গ ট্যাংকলরী সমিতির সাধারন সম্পাদক রমজান আলী শেখ প্রমূথ। বক্তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...