বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার বন্যা ও যমুনা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থদের মাঝে জন প্রতি ১০ কেজি করে ত্রাণের চাল গতকাল মঙ্গলবার বিকেলে বিতরণ করা হয়েছে। এর মধ্যে যমুনা নদীর ভাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৈজুরী ইউনিয়নের হাটপাচিল পূর্বপাড়া গ্রামের ৩ শতাধিক, সোনাতুনি ইউনিয়নের ৩ শতাধিক, গালা ইউনিয়নের ২ শতাধিক ও জালালপুর ইউনিয়নের ২ শতাধিক দুস্থদের মাঝে এ ত্রাণের চাল বিতরণ করা হয়। হাটপাচিলে এ চাল বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোঃ শামছুজ্জামান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব, কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেম্বর লতিফ সরকার, সোনাতুনি ইউনিয়নে ত্রাণের চাল বিতরণের উদ্বোধন করেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সোনাতুনি ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান, পিআইও জিন্দার আলী। এ ছাড়া গালা ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার ও জালালপুর ইউনিয়নে যুব উন্নয়ন কর্মকর্তা আজাহারুল ইসলাম ও উপজেলা গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপাতরের কর্মকর্তা ওয়ারেছ আলী এ ত্রাণ বিতরণ করেন। হাটপাচিল পূর্বপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত এনতাজ শেখ, কেরামত ব্যাপারী, গোলেজা খাতুন, জিরা খাতুন, হাফিজা খাতুন, জহুরা খাতুন, বিলকিস, হাওয়া খাতুন, ভানু খাতুন ত্রাণের এ চাল পেয়ে আবেগাপ্লুত কন্ঠে বলেন, তাদের অনাহারী পরিবারের সদস্যরা দু‘দিন পর পেট ভরে ভাত খেতে পাবেন এ আনোন্দেই তারা উৎফুল্ল হয়ে পড়েছেন। তবে তাদের এ সাহায্য খুবই সামান্য হওয়ায় তারা পরদিন কি খাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। তারা স্থায়ী ভাবে তাদের পূর্ণবাসন ও বন্যার পানি না সরা পর্যন্ত এ ত্রাণ চালু রাখার জোর দাবী জানান।

সম্পর্কিত সংবাদ

গাজা  প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

আন্তর্জাতিক

গাজা প্রশ্নে ব্রিটিশ মন্ত্রী ওয়ার্সির পদত্যাগ

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

আইন-আদালত

সিরাজগঞ্জে ভূয়া সার্জেন্ট গ্রেফতার

চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় নাঈমুল হাসান রনি (৩০) নামের...