শুক্রবার, ০২ মে ২০২৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য বিনষ্ট ও অবমাননার প্রতিবাদে শাহজাদপুরে বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । রোববার দুপুরে শাহজাদপুর পৌরসদরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শাখার আহ্বায়ক রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, যুগ্ন-আহ্বায়ক মোঃ শিবলী মাহবুব, সদস্য সংগীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম, সদস্য ফারহানা ইয়াসমিন, সদস্য ড. মোহাম্মদ তানভীর আহম্মেদ, সদস্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বরুণ চন্দ্র রায় প্রমূখ । এছাড়াও এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যের ওপর হামলা মানেই স্বাধীন বাংলাদেশের ওপর হামলা । দেশের প্রত্যেক নাগরিক তাদের স্ব-স্ব জায়গা থেকে সচেতন হলেই স্বাধীনতা বিরোধী অপশক্তির পথ রুদ্ধ করে দেয়া যাবে । অন্যথায় পাকিস্থানী প্রেতাত্মারা সমাজের মধ্যে ওঁৎ পেতে বসে আছে সুযোগের অপেক্ষায়। তারা স্বাধীনতার মূর্ত প্রতীক বঙ্গবন্ধু’কে আঘাত করেছে। পরবর্তীতে স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তিসহ দেশবাসী সজাগ থাকলে ওই অপশক্তির উত্থান রোধ করা যাবে।

সম্পর্কিত সংবাদ

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!

অর্থ-বাণিজ্য

ঈদ ফ্যাশানে শাহজাদপুরের তাঁতের শাড়ী দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে!