বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : গতকাল মঙ্গলবার সকালে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদে অবস্থিত প্রাণ ডেইরী লিমিটেডের ডিডিও বিনয় কৃষ্ণ’র (২৮) অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গঙ্গাপ্রসাদের প্রাণ ডেইরী লিমিটেডের এজিএম শরিফ উদ্দিন তরফদার জানান, গত সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বিনয় অফিস থেকে মেসে ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে তার রুমমেট শামীম তাকে সজ্ঞাহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই। এরপর তার মৃত্যু নিশ্চিত হতে তাকে পোতাজিয়া হাসপাতালে নিলে চিকিসকরা জানান তার মৃত্যু অনেক আগেই হয়েছে। নিহত বিনয়ের মামা কৃষ্ণ কুমার রায় জানান, প্রাণ ডেইরি কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে বিনয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লিখিত দিয়ে এদিন সকাল সাড়ে ১০ টায় লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ফলে তার মৃত্যু স্বাভাবিক না স্বাভাবিক, তা জানা জায়নি। অপরদিকে, তার রুমমেট শামীম জানান, ‘গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে অফিসের বসের ফোন পেয়ে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিনয় উপজেলার গঙ্গাপ্রসাদস্থ প্রাণের অফিসে ছুটে যান। ফেরেন রাত ১২ টা ২৫ মিনিটে। এরপর তিনি মন খারাপ করে শুয়ে পড়েন। সকালে মেঝেতে তার লাশ পাওয়া যায়।’ প্রাণ ডেইরির ম্যানেজার একরামুল হক বলেন, ‘বাজিয়ার পাড়া চিলিং পয়েন্টের দুধে এলকোর মাত্রা বেড়ে যাওয়ায় তাকে অপর ম্যানেজার তানজির আলম বিষয়টি অবহিত করতে তাকে রাত সাড়ে ১০ টায় অফিসে ডেকে পাঠান। কথা শেষে রাত পৌণে ১১ টায় সে মেসে ফিরে যায়। পরদিন সকালে তার মৃত্যু সংবাদ পাই।’ এদিকে, দিলরুবা বাসষ্ট্যান্ড সংলগ্ন সরোয়ার ছাত্রাবাসের কয়েকজন বর্ডার ও বিনয়ের সহকর্মী বলেন, ‘রাত ১২ টা ১৫ মিনিটে বিনয় অত্যন্ত বিমর্ষ অবস্থায় রুমে ফিরে খাওয়া দাওয়া না করেই বিছানায় শুয়ে পড়ে।’ এ সময় তার এক সহকর্মী এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘অফিসের বসদের বকাঝকায় তার মন ভালো নেই। তাই খেতে ইচ্ছে করছে না। এরপর সে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর তার রুমমেট শামীমও ঘুমিয়ে পড়েন। সকালে উঠে শামীম মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখে সবাইকে খবর দেন।’ এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে বিনয়ের মৃতুর বিষয়টি নিহতের স্বজন বা প্রাণ কোম্পানীর কেউই তাকে জানান নি বলে সংবাদকর্মীদের জানান। দুধে এলকো বৃদ্ধির বিষয়ে নিহত বিনয়কে মোবাইল ফোনের নির্দেশ মোতাবেক অফিসে ডেকে নেয়ার সময় ও অফিস থেকে মেসে ফিরে আসার সময় নিয়ে প্রাণ ডেইরির এজিএম শরীফ উদ্দিন তরফদারের দেয়া তথ্যের সাথে ও ম্যানেজার একরামুল হকের তথ্যের মিল না থাকা, স্থানীয় পুলিশ প্রশাসনকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই লাশ তড়িঘড়ি করে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া ও নিহতের মামার কাছ থেকে লাশ হস্তান্তরের নামে স্বাভাবিক মৃত্যু বলে লিখে নেয়ায় জনমনে অস্বাভাবিক মৃত্যুর সন্দেহের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

অর্থ-বাণিজ্য

দুধ নিয়ে বিপাকে শাহজাদপুরসহ বাঘাবাড়ি মিল্কশেড এরিয়ার খামারিরা

নিজস্ব প্রতিনিধি : মিল্কভিটা কর্তৃপক্ষ খামারী পর্যায়ে দুধের দাম কমিয়ে এবং কোঠা পদ্ধতি চালু করে দুধ সংগ্রহ করছে। খামারী...

যে কোনো মুহুর্তে ধ্বসে পড়ে প্রাণ হানীর আশংকা- জীবনের ঝুকি নিয়ে চলছে শাহজাদপুর থানার কার্যক্রম

যে কোনো মুহুর্তে ধ্বসে পড়ে প্রাণ হানীর আশংকা- জীবনের ঝুকি নিয়ে চলছে শাহজাদপুর থানার কার্যক্রম

মোঃ মুমীদুজ্জামান জাহান, শাহজাদপুর থেকেঃ শাহজাদপুর থানা ভবনটি চরম ঝুকি পূর্ণ হয়ে উঠেছে।...