বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, ১১ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নৌকা প্রতীকের ভোটব্যাংক বৃদ্ধিতে কাজ করে চলেছেন এ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জননেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিঃখাদভাবে ধারণকারী স্থানীয় আ’লীগ নেতা শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু অতি সাদা মনের একজন মানুষ। সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত শাহজাদপুরের মাটি ও মানুষের প্রিয় এই নেতা। মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), সিরাজগঞ্জ জেলা আ’লীগের অন্যতম সদস্য, শাহজাদপুর উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক, শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও দুগালী আদর্শ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে গুরুদায়িত্ব পালনের সাথে সাথে যখনই একটু অবসর সময় পান তিনি, সেই সময়টুকুও বসে না থেকে জনমানুষের কল্যাণের ভাবনায় নিমগ্ন থাকেন তিনি। পাশাপাশি, এলাকার শিক্ষা ব্যবস্থার আরও অগ্রগতি, প্রান্তিক পর্যায়ে নৌকার ভোটব্যাংক বৃদ্ধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার কাজে ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত আলোচনায় নিজেকে ব্যাস্ত রাখেন সদাসর্বদা। বিএনপি জামায়াত জোট সরকারের শাষণামল থেকে আজ অবধি পর্যন্ত যেমন বিনা পয়সায় নির্যাতিত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলা থেকে তিনি রক্ষা করেছেন, আইনী সহয়তা প্রদান করেছেন, ঠিক তেমনি এলাকার প্রায় ৫’শতাধিক বেকার যুবকদের বিনা পয়সায় সরকারি চাকরি প্রদান করে সততা ও মহানুভবতার বিরল দৃষ্টান্ত স্থাপন ও এলাকার বহুমুখী উন্নয়নের আত্মনিবেদিত এক প্রাণ হিসেবে নিজেকে আত্মনিয়োগ করে এলাকাবাসীর মনে স্থান করে নিয়েছেন প্রায় আড়াই যুগ ধরে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনকালী এই এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। এমনকি, দীর্ঘদিন ধরে তিনি সততা ও দায়িত্বশীলতার সাথে কোনরূপ বেতন ভাতা না নিয়েও বিনা পয়সায়, বিনা স্বার্থে মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। শাহজাদপুরে বিভিন্ন সময়ে বিরাজিত বন্যা, শীতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার দুস্থ্য যেসব অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয়রা অবর্ণনীয় কষ্ট পোহাতেন- পোহাচ্ছেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে সেইসব ভাগ্যবিড়ম্বিত অসহায়দের পাশে সাধ্যমতো সহযোগীতার হাত সর্বদা প্রশস্ত করে এক মহৎ প্রাণেরও বিরল নজির তিনি স্থাপন করেছেন। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর পৌরসদরসহ ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে নৌকা প্রতীকের ভোটব্যাংক বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে পৌরসদরের বঙ্গবন্ধু মহিলা কলেজে আয়োজিত শিক্ষা ও সরকারের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। শাহজাদপুরের আদর্শ একটি পরিবারের গর্বিত মুজিবীয় আদর্শিক সন্তান শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু পারিবারিক ঐতিহ্যগত ভাবে ও দলের প্রতি আকুন্ঠ ভালোবাসায় সিক্ত একজন আদর্শ, বলিষ্ঠ নেতা ও সাধারণ মানুষের সেবক হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রাপ্তির যোগ্য দাবিদার হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন । শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান সাবেক পুলিশ সুপার প্রয়াত ফজলুল হকের তৃতীয় সন্তান, ক্লিন ইমেজের অধিকারী, উন্নয়নপ্রেমী স্থানীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাভলু দলের জন্যে, শাহজাদপুর বাসীর জন্যে, শাহজাদপুরের উন্নয়নের জন্যে নিরলসভাবে বছরের পর বছর নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে ঘরে ঘরে দ্বারে দ্বারে ছুঁটে চলেছেন ও প্রধানমন্ত্রী’র বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার ভাই, দেশের আরেক গর্বিত সন্তান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলালের সার্বিক তত্বাবধানে ইতিমধ্যেই শাহজাদপুরে বহুমুখী উন্নয়ন ঘটিয়েছেন। শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ’ স্থাপনের দাবী আন্দোলন ও বাস্তবায়নের কমিটির শীর্ষ নেতাও তিনি। এছাড়া, শাহজাদপুরের খেটে খাওয়া মেহনতী মানুষকে খুব সহজেই আইনী সেবা প্রদানের জন্যে শাহজাদপুর চৌকি আদালত ও জেলা যুগ্ম-দায়রা জজ আদালত স্থাপন, এলাকাবাসী দ্রুত যাতে স্বাস্থ্যসেবা পান সেজন্য ১০ সয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন, শাহজাদপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর ও সেখানে ১২টি বিষয়ে অনার্স কোর্স চালু করেছেন। এছাড়া, তিনি ঐতিহ্যবাহী শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ,যমুনার দুর্গম পল্লীর দুগালী আদর্শ উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর, কারিগরী শিক্ষাব্যবস্থা চালু, বহুতল ভবন নির্মাণ, পোরজনা ও গালা ইউনিয়নের বিভিন্ন স্থানের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাব-মার্সিবল সড়ক নির্মাণ, শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতির কার্যালয় আধুনিকায়ন ও লাইব্রেরি স্থাপন, জগৎ বরেণ্য অলী হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর মখদুমিয়া জামে মসজিদ ও মাজার সংস্কার, শাহজাদপুর পৌরসদরসহ ১৩ ইউনিয়নের ৫’শতাধিক যুবকের কর্মসংস্থানে বিনা পয়সায় সরকারি চাকুরি প্রদান করে এলাকাবাসীর প্রিয় নেতার আসনে আসীনে সক্ষম হয়েছেন। বিশেষ করে মাদক, বাল্যবিয়ে, যৌতুকসহ সমাজে বিরাজিত নানা কুসংস্কার ও অপসংস্কার দূরীভূত করতে সামাজিক গণসচেতনতা সৃষ্টিতে দীর্ঘদিন ধরে তিনি দলীয় নেতাকর্মী ও যুবসমাজকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। তথ্যানুসন্ধানে জানা গেছে, এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু’র পূর্বপরুষ সুদূর ইয়ামেন শহর থেকে ধর্ম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন। বংশপরম্পরায় তার দাদা মাওলানা জহির উদ্দিন পোরজনার বাসুরিয়ায় ও পিতা সাবেক এসপি ফজলুল হক শাহজাদপুর উপজেলার যমুনা অধ্যুষিত গালা ইউনিয়নের দুগালী গ্রামে বসতি স্থাপন করেন। ১১ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সফলভাবে দেশের সেবায় নিযুক্ত করানোর কাজটি সঠিকভাবে পালন করায় এলাকাবাসী তার মরহুম পিতা শাহজাদপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, সাবেক পুলিশ সুপার, প্রয়াত ফজলুল হককে জাতির ও দেশের গর্বিত পিতা হিসেবে আখ্যায়িত করেছেন। এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর বড় ভাই শেখ শামসুল হক সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, দ্বিতীয় ভাই আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক দুলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অত্যন্ত আস্থাভাজন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, চতুর্থ ভাই শেখ ওয়ালিউল হক একজন ব্যাংক কর্মকর্তা, পঞ্চম ভাই শেখ বজলুল হক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল ও সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর অন্যতম শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, ষষ্ঠ ভাই শেখ দিয়ানাতুল হক দিনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্রিগ্রেট অফিসার, সপ্তম ভাই শেখ তারিকুল হক স্টালিং বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বপালন করছেন। ভাতিজা শেখ মোঃ ফারুক-উল-হক পুলিশ কমিশনার হিসেবে চট্রগ্রামে কর্মরত রয়েছেন। এছাড়া, এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলুর সহধর্মীনি শিক্ষকতা পেশায় ও বড় ছেলে শেখ আবু সাদাত শেখ মোঃ ফজলুল হক জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহকারী পরিচালক হিসেবে দেশ ও জাতির সেবায় নিযুক্ত রয়েছেন। এসব বিষয়ে আজ শনিবার রাতে জননেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘আমার বাবা সততা ও ন্যায়নিষ্ঠার সাথে সারাজীবন মানুষের খেদমত করে গেছেন। দীর্ঘদিন ধরে দলীয় নেতাকর্মীদের আইনী সেবা প্রদানসহ তাদের সুখে, দুঃখে পাশে থাকার চেস্টা করেছি। দল করতে নিয়ে বিগত সময়ে বেশ কয়েকবার মৃত্যু মুখেও পতিত হয়েছি। আল্লাহপাক রক্ষা করেছেন। পারিবারিকভাবে সবাই প্রতিষ্ঠিত। আমার চাওয়া- পাওয়ার কিছু নেই। যতদিন বেঁচে আছি, ততদিন এভাবেই যেন আওয়ামী লীগের, দলীয় নেতাকর্মীদের ও এলাকাবাসীর সেবা করতে পারি, এলাকাবাসী যে ভালোবাসা আমাকে সিক্ত করেছেন, তা যেনো রক্ষা করতে পারি, সে অভিলক্ষেই সামনের দিকে এগিয়ে চলেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বা স্বপন সাহেব, চয়ন সাহেব, যাকেই মনোনয়ন দেবেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করে আবারও এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। এজন্য সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগীতা সর্বদা প্রত্যাশা করি।’

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

অর্থ-বাণিজ্য

শাহজাদপুরে গরু লালন পালন করে স্বাবলম্বী জোবেদা খাতুন

শাহজাদপুরে পোতাজিয়া গ্রামে ব্যবসায়ী আব্দুস সালামের শতাধিক গরু দেখাশোনা করেন তারই সহধর্মিণী জোবেদা খাতুন। মৌসুমী, বৃষ্টি,...

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট (সরাসরি)

খেলাধুলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট (সরাসরি)

শাহজাদপুরের প্রথম ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কুমিল্লা অনলাইন, শাহজাদপুর এর নতুন সংযোজন লাইভ টিভি সেবা। এতে রয়...

শাহজাদপুরে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শাহজাদপুর প্রতিনিধি : আজ রোববার শাহজাদপুর উপজেলা ও শহর ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম...