বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : আজ ৩০ ডিসেম্বর রোববার সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি কাস্টিং ভোটের শতকরা ৮২.৭৮ ভাগ ভোট নৌকা প্রতীকে পেয়ে বিজয়ী হবার সম্ভাবনার রয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়রসহ ১৩ টি ইউপি পরিষদ চেয়ারম্যান ও দায়িত্বশীল আওয়ামী লীগ নেতৃবৃন্দকে স্ব-স্ব এলাকার ভোটকেন্দ্রে কাস্টিং ভোটের মধ্যে নৌকা শতকরা হারে কি পরিমান ভোট পেতে পারে? এ প্রতিবেদকের এমন প্রশ্নে তাদের দেয়া অনুমান নীর্ভর উত্তরের ওপর জরিপ চালিয়ে নৌকা প্রতীকে ৮২.৭৮ শতাংশ ভোট প্রাপ্তির সম্ভাবনা দেখা দিয়েছে। শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন জানান, পৌর এলাকার প্রায় ৫২ হাজার ভোটারের ১৬ টি ভোটকেন্দ্রে ভোট দেয়ার কথা ছিলো। তবে ধারনা করছি পৌর এলাকায় কাস্টিং ভোটের শতকরা ৯০% ভোট নৌকায় পড়েছে। কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসেবুল হক হাসান জানান, তার ইউনিয়ের ১১ ভোটকেন্দ্রে ৩৩ হাজার ১৯০ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৯৫% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক মুন্ত্রি জানান, তার ইউনিয়ের ৬ টি ভোটকেন্দ্র ৫৮ শতাধিক ভোটাারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৯০ % ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। পোরজনা ইউপি জাহিদুল ইসলাম মুকুল জানান, তার ইউনিয়ের ১৩ ভোটকেন্দ্রে ৪৩ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৯০ % ভোট নৌকায় পড়েছে। রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য সম্পাদক আবুল সরকার জানান, তার ইউনিয়ের ৮ টি ভোটকেন্দ্রে ২৯ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। পোতাজিয়ার সন্তান, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা ড. সাজ্জাদ হায়দার লিটন ও পোতাজিয়া ইউনিয়ন আ.লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক। ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, তাদের পোতাজিয়া ইউনিয়ের ১০ ভোটকেন্দ্রে ৪৩ সহস্রাধিক ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২% ভোট নৌকা প্রতীকে ভোটারগণ সিল মেরেছেন। জালালপুর ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ জানান, তার ইউনিয়ের ১৪ ভোটকেন্দ্রে ১৪ সহস্রাধিক ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। গালা ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল বাতেন জানান, তার ইউনিয়ের ১১ ভোটকেন্দ্রে ৩৪ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০% ভোট নৌকার ব্যালটে ভোটারগণ সিল মেরেছেন। বেলতৈল ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি লোটাস ও ইউনিয়ন যুবলীগ সভাপতি বিদ্যুত জানান, তাদের ইউনিয়ের ৮ ভোটকেন্দ্রে ৩৫ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৭০ % ভোট নৌকায় পড়েছে। কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, তার ইউনিয়ের ৮টি ভোটকেন্দ্রে ২৬ হাজার ৮৩০ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০% ভোট নৌকায় পড়েছে। হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান আব্দুর মজিদ সরকার জানান, তার ইউনিয়ের ৯ভোটকেন্দ্রে ২৬ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৭৮% ভোট নৌকায় পড়েছে। গাড়াদহ ইউনিয়ন আ লীগ সভাপতি সেলিম আক্তার বলেন, গাড়াদহ ইউনিয়ের ৭টি ভোটকেন্দ্রে ১৮ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮০ % ভোট নৌকায় পড়েছে। সোনাতুনী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, তার ইউনিয়ের ৭টি ভোটকেন্দ্রে ১৭ হাজার ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২ % ভোট নৌকায় পড়েছে। খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ জানান, তার ইউনিয়ের ১২ ভোটকেন্দ্রে ৩৯ হাজার ৩৬ জন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ধারণা করা হচ্ছে কাস্টিং ভোটের শতকরা ৮২.৭৮ % ভোট নৌকায় পড়েছে। শাহজাদপুর পৌর এলাকা ও ১৩ ইউনিয়ের চেয়ারম্যান ও আ.লীগ নেতাদের ধারনা, অনুমান নির্ভর উপরোক্ত সুচিন্তিত মতামতকে শতকরা হারে উপনীত করলে দেখা যায় সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি নৌকা প্রতীকে কাস্টিং ভোটের শতকরা ৮২.৭৮ ভাগ ভোট নৌকা বিজয়ী হবার সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

বিনোদন

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

এ নায়িকা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বা...

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

অপরাধ

শাহজাদপুর প্রেস ক্লাব থেকে রাজীব রাসেলকে সাময়িক বহিষ্কার

মাদক ব্যবসা, অনৈতিক ও অসামাজিক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণের ভ...

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...