বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির ও আল-আমিন হোসেন : করোনা ভাইরাস জণিত কারণে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চরকৈজুরী গ্রামের কর্মহীন শতাধিক অসহায় মানুষেরা ত্রাণের দাবীতে লকডাউন অগ্রাহ্য করে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে। সেইসাথে মানববন্ধনের মাধ্যমে ওই গ্রামের অসহায় কর্মহীন মানুষের মাঝে জরুরী ভিত্তিতে ত্রাণ বিতরণেরও জোরালো দাবি জানানো হয়েছে। ত্রাণ না পেয়ে চরকৈজুরী গ্রামের দুঃস্থ, অসহায়, অভাবী আমজনতা মঙ্গলবার এ বিক্ষোভ করেছে বলে তারা জানিয়েছে। এ ঘটনায় ওই গ্রামবাসীর পক্ষ থেকে ৩ টি বাড়ি ভাংচুরের অভিযোগ করা হয়েছে। এদিকে, ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্যমতে, ‘কেবলমাত্র ত্রাণের দাবীতেই কর্মহীন ওইসব গ্রামবাসী রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হলেও একটি বিশেষ মহল ‘উদোর পিন্ডি বুদোর ঘাঁড়ে’ চাপানোর মতই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্যে কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে ত্রাণ বিতরণে অনিয়ম বা ত্রাণের চাউল আত্মসাতের অমূলক অভিযোগ উত্থাপন করেছেন।’ আজ বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শনকালে কৈজুরী ইউনিয়নের পূর্ব চরকৈজুরী গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে মোরশেদ (৫০), মৃত ছাত্তার মোল্লার ছেলে খলিল মোল্লা (৬৫), কৈজুরীর আব্দুল কাদেরের স্ত্রী আলেয়া (৪৫), আলী আব্বাসের ছেলে ইসমাইল (৪০), জয়পুরা মহল্লার সিদ্দিকের স্ত্রী তারু (৫৫) সহ নাম প্রকাশ না করার চরকৈজুরী গ্রামের বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, ‘করোনা ভাইরাস জণিত কারণে চরকৈজুরী গ্রামের মেহনতী শ্রমজীবী কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্যের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত দেশের বিভিন্ন স্থানে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া কার্যক্রম চলমান থাকলেও চরকৈজুরী গ্রামের অসহায় মানুষের হাতে এখনও পর্যন্ত ত্রাণ সামগ্রী না পৌঁছানোর কারণে তারা ত্রাণের দাবীতে লকডাউন ভেঙ্গে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে ত্রাণ প্রাপ্তির দাবী জানানো হয়েছে; কিন্তু আত্মসাতের অভিযোগে বিক্ষোভ প্রদর্শিত হয়নি।’ কৈজুরি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সজিব হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য চাঁন প্রামানিক জানান, ‘চরকৈজুরি গ্রামের শতাধিক কর্মহীন মানুষ খাদ্যাভাব সইতে না পেওে জরুরী ভিত্তিতে ত্রাণ পাবার লক্ষ্যে লকডাউন ভেঙ্গে চরকৈজুরি বাজারে সমবেত হয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন কর্মসূচী পালন করে। বিক্ষোভ শেষে ৩টি বাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।’ এ বিষয়ে কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ বলেন, ‘ওই গ্রামের সিংহভাগ তাঁত কারখানা বন্ধ থাকায় তাঁতী ও শ্রমিকেরা বেকার হয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন যাপন করছে। কর্মহীন ওই সব মানুষের ঘরে ঘরে খাদ্যাভাব প্রকট আকার ধারণ করেছে। কৈজুরী ইউনিয়নের বিভিন্ন স্থানে ইতিমধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত ১১ মেট্রিকটন চাল ত্রাণ দেয়া হলেও চরকৈজুরী গ্রামের মানুষ তা থেকে বঞ্চিত হয়েছে। এজন্য তারা ত্রাণের দাবীতে এ আন্দোলন করেছে। ঘটনাস্থলে তিনি অনুপস্থিত থাকলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে কটাক্ষ করে গণমাধ্যমে নানা বিবৃতি দিয়েছে।’ শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘শুনেছি ত্রাণের দাবীতে কিছু লোক বিক্ষোভের চেষ্টা করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে। ওই গ্রামে হামলা ও বাড়িঘর ভাংচুরের কোন ঘটনা ঘটেনি।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা ও সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদ হোসেন বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ত্রাণ নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ অপরদিকে, কৈজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নির্দেশে এবং শাহজাদপুরের গণমানুষের নেতা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি মহোদয়ের সার্বিক তত্বাবধানে সরকারি বরাদ্দ ১১ মেট্রিকটন চাউল ৩ ধাপে কৈজুরীর বিভিন্ন এলাকায় সুষ্ঠুভাবে বন্টন করার পাশাপাশি বুধবার ব্যক্তি উদ্যোগে অবদা’র আশপাশের ৬’শ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ বিতরণ করেছি ও আজ ২’শতাধিক অসহায় কর্মহীন মানুষের হাতে নগদ অর্থ বিতরণ করেছি। চাহিদানুযায়ী সরকারি বরাদ্দ অপ্রত‚ল থাকায় একসাথে ইউনিয়নের সকল গ্রামে ত্রাণ দেয়া সম্ভব হচ্ছে না। কৈজুরী ইউনিয়নের চরকৈজুরীসহ যেসব গ্রামে এখনও ত্রাণ দেয়া হয়নি; পরবর্তীতে ধাপে ধাপে তা বিতরণ করা হবে। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করার আহবান জানাচ্ছি।’এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন ইউপি চেয়ারম্যান স্থানীয় আ.লীগ নেতা সাইফুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

জাতীয়

ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন

এসএসসি পরীক্ষা চলাকালে ইন্টারনেট আড়াই ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নি...

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

দিনের বিশেষ নিউজ

ঈদান্তে বাসের ছাদে যাত্রীর ঝূঁকিপূর্ণ চলাচল! বর্ধিত ভাড়া দিতে না পারায় ছাদে ওঠার প্রবণতা বাড়ছে

শামছুর রহমান শিশির : পবিত্র ঈদ-উল-আযহা’র পরবর্তীতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক ও শাহজাদপুর-ঢাকা মহাসড়কে বাস ভাড়া আরেক দফা বেড়েছ...

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খেলাধুলা

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তানিম তূর্যঃ সোমবার উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ স্কুল মাঠে অনুষ্ঠিত হ...

নববর্ষ পহেলা বৈশাখ নিয়ে নানা কথা