শনিবার, ২০ এপ্রিল ২০২৪
শামছুর রহমান শিশির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল এক যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১১ টায় স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের ওই যৌথ কর্মীসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেল্লাল হোসেন, জেলা মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও বাংলাদেশ অওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ডেইরি ডেভোলপমেন্ট কাউন্সিলের মেম্বর ড. সাজ্জাদ হায়দার লিটন। অনুষ্ঠিত যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, বঙ্গবন্ধু পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ডাঃ ইউনুস আলী খান, আ.লীগ নেতা এ্যাডভোকেট মোঃ আব্দুল হাই, রফিকুল ইসলাম বাবলা, পিপি এ্যাড. আনোয়ার পারভেজ লিমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শামছুল আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা মহিলা আ.লীগ নেতা ডাঃ শেফালী খান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফারুক সরকার, কায়েমপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসেবুল হক হাসান, হাবিবুল্লাহনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাজেদ আলী, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম প্রমূখ। এছাড়াও কর্মীসভা ১৪ দলের অন্তর্ভূক্ত বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা রেজাউল রশিদ খাজা ও এ্যাডভোকেট কেএম মতিয়ার রহমান বক্তব্য রাখেন। বক্তারা সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষে কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার আহবান জানান। কর্মীসভায় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ ১৩ টি ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মীসভায় আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি এবং মনোনয়ন প্রত্যাশী অপর ৩ নেতা সাবেক এমপি চয়ন ইসলাম, এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও ড. সাজ্জাদ হায়দার লিটন একই মঞ্চে উপস্থিত থেকে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানালে নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ে। এ সময় অনুষ্ঠান স্থল ‘জয় বাংলা’ ও ‘নৌকা নৌকা’ শ্লোগানে মুখরিত হয়ে উঠে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

শাহজাদপুরের চা দোকানী হত্যার রহস্য উদঘাটিত

অপরাধ

শাহজাদপুরের চা দোকানী হত্যার রহস্য উদঘাটিত

নিজস্ব প্রতিবেদক : শাহজাদপুর গালা ইউনিয়নের ভেড়াখোলা গ্রামে এবছর ১৯মার্চে ডোবা থেকে জামাত আলী নামের এক চা দোকানীর লাশ উ...

দিনে গরম রাতে শীত- বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ

স্বাস্থ্য

দিনে গরম রাতে শীত- বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ দিনে গরম রাতে শীত! সিরাজগঞ্জ জেলায় ঘরে ঘরে সর্দি জ¦র-ডায়রিয়াসহ বিভিন্...

বিলুপ্ত প্রায় ভিসিআর !

তথ্য-প্রযুক্তি

বিলুপ্ত প্রায় ভিসিআর !

শামছুর রহমান শিশির : প্রতিনিয়ত বিজ্ঞানের আধুনিকায়নের পদতলে পিষ্ট হয়ে এক সময়ের বহুল ব্যবহৃত ও জনপ্রিয় নানা ইলেকট্রনিক্স স...

শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণে বিচারপতি মো: নুরুজ্জামান

আইন-আদালত

শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণে বিচারপতি মো: নুরুজ্জামান

শামছুর রহমান শিশির ও এমএ হান্নান : রোববার সকালে শাহজাদপুর চৌকি আদালত পরিদর্শণ করলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভ...

মৃত্যু পথযাত্রী দুধের শিশু আলিফকে বাঁচাতে এগিয়ে আসুন

মৃত্যু পথযাত্রী দুধের শিশু আলিফকে বাঁচাতে এগিয়ে আসুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাদলা মধ্যপাড়া মহল্লার হতদরিদ্র দিনমজুর সাদ্দাম হোসেনের ও মুনিরা খাতুনের একমাত্র সন্তান আল...