শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
নিজস্ব প্রতিনিধি : পানির স্তর নিচে নেমে যাওয়ায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নে ইরি-বোরো চাষে চলছে পানির চরম সংকট। কৃষক চাষাবাদের জন্য জমিতে পানি দিতে চরম হিমশিত খাচ্ছে। এক দিকে চৈত্র মাসের রোদের তাপের প্রখরতায় তারাতারি জমির পানি শুকিয়ে যায়, তারপরে পানির স্তর নিচে নেমে যাওয়ায় মেশিন দিয়ে পানিও উঠছে কম। এরই মধ্যে আবার প্রায় সহস্রাধিক নলকূপে পানিই উঠছে না। ফলে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে সাধারণ জনগণকে পানীর জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা এই পানীর সংকট দূর করার কোন উপায় খুঁজে পাচ্ছেননা। কেউ কেউ ৪ থেকে ৫ ফিট খাল করে মাটির নীচে মেশিন বসিয়ে কৃত্রিম উপায়ে পানি তোলার চেষ্ঠা করছে কৃষক। এই দূর্ভোগের মধ্যে আবার বিদ্যুৎ এর লোড শেডিং তো লেগেই আছে। জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটি গ্রামেই একাধিক নলকূপে পানি উঠছে না। বর্তমানে ১০/১৫ থেকে ফুট পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি পাওয়া যাচ্ছে না। ফলে বিভিন্ন এলাকায় পানিয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। রান্না-বান্না, গোসল, গৃহস্থালির নানাকাজে পরিবারের সদস্যরা নলকূপে কাঙ্খিত পানি পাচ্ছেনা। কোন নলকূপে দীর্ঘক্ষণ চেপে প্রয়োজনের তুলনায় অনেক কম পানি পাওয়া যাচ্ছে। ফলে বিকল্প হিসাবে অনেক জায়গায় কমপ্রেসার কিম্বা বিদ্যুৎ চালিত সাব-মার্সেবল মেশিন দিয়ে পানি উত্তোলন করছে যদিও বিদ্যুৎ চালিত মটর দিয়েও আশানুরূপ পানি পাওয়া যাচ্ছে না। প্রত্যন্ত এলাকায় এব্যবস্থা না থাকায় নলকূপগুলো অকেজো অবস্থায় রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী নন্দলালপুর গ্রামের আরিফুল ইসলাম (আরিফ) জানান, এলাকার নলকূপ গুলোতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না এমনকি মটর দিয়েও পানি আগের চেয়ে অনেক কম উঠে। এছাড়াও শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র কারখানা, দুগ্ধ শিতলীকরণকেন্দ্র, গো-খামার, সূতা প্রসেসিং কারখানা গড়ে প্রতিদিন যে পানির প্রয়োজন হয় গভীর নলকূপ বসিয়ে তারা প্রয়োজনীয় পানি পাচ্ছে না। ফলে স্থানীয় তাঁত শিল্পে ও দুগ্ধ শিল্পে এর বিরূপ প্রভাব ফেলছে। হাবিবুল্লাহনগর ইউনিয়নের ইসলামপুর ডায়া, নগরডালা, হামলাকোলা, পোরজনা ইউনিয়নের পুঠিয়া, কাকুড়িয়া, গুলবাগ, পোরজনা, নন্দলালপুর, বেলতৈল ইউনিয়নের কাদাই, ঘোরশাল, বেতকান্দী, সাতবাড়িয়া, খুকনী ইউনিয়নের কামালপুর, কালিপুর, সোনাতলা, যমুনা অঞ্চলের জালালপুর ইউনিয়নের রূপসী, পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ী, মাদলা, নুকালী, বড় বায়ড়া, ছোট বায়রা, মনমরা, কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু, বনগ্রাম, কায়েমপুর, খারুয়া জংলা, বাইমারা গ্রামে নলকূপে পানির স্তর নীচে নেমে যাওয়ার খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই এসব এলাকার অনেক নলকূপ বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভস্থ্য পানির স্তরের দূরত্ব ২৭ ফুটের বেশি হলে হস্তচালিত নলকূপ দিয়ে পানি তোলা সম্ভব হবেনা। এজন্য সামর্থবানরা হস্তচালিত নলকূপের সাথে ভার্টিক্যাল বা সাব মার্সিবল (মটর পাম্প) সংযোগ করে চালু রাখলেও সাধারণ মানুষের অবস্থা খুবই নাজুক। তাই এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

আগস্টে দেশের তৈরি পোশাক রপ্তানি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার। হয়েছে ৩২৩ কোটি ৮৭ লাখ ৫০ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শত...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুরে বিভিন্ন সংগঠন আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।...

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি আলহাজ হেদায়েত আলী বাশুরী রচিত ‘ রহমাতুল্লিল আলামিন ’ নামক কাব্যগ্রন্থের ম...