শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

PHOTO- 33

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ কোরবান আলী কাকন (৩৮) কে দুর্বৃত্তরা কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করেছে । সোমবার রাত পৌনে ৯ টার দিকে কাশিনাধপুর বাজারে চায়ের দোকানে আড্ডা শেষে বাড়ি ফেরার পথে সায়েস্তাবাদ গ্রামে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। এসময় তার ২ সহযোগী মনজু ফকির ও আব্দুল কুদ্দুস দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। নিহত কোরবান সরাতৈল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ নেতা কোরবান আলী বাড়ি ফেরার সময় তার সন্তানদের জন্য আপেল কমলা কিনে কাশিনাথপুর বাজার থেকে ৫০০ গজ দুরের সায়েস্তাবাদ গ্রামে পৌছালে ১০/১২ জন দূর্বৃত্ত তাকে ঘিরে ফেলে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রথমে গুলি করে। এসময়ে আগ্নেয়াস্ত্রে গুলি মিস করে। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা তার ঘাড়ের পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেঝভাই আব্দুল মাজন আলী প্রাং বাদী হয়ে শাহজাদপুর থানায় ৩০ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার বাদী মাজন আলী জানান, দীর্ঘ ৪ বছর ধরে সড়াতৈল গ্রামের মোল্লা গোষ্ঠী ও ডোকলা গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই জের ধরে দুবছর আগে উভয় পক্ষের ২ ব্যক্তি প্রতি পক্ষের হাতে খুন হয়েছে। তিনি আরো জানান, মোল্লা গোষ্ঠীর নেতৃত্ব দেন কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসিবুল হক হাসান আর ডোকলা গোষ্ঠীর নেতৃত্ব দেন একই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিহত কোরবান আলী কাকন। সম্প্রতি কায়েমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ এর উদ্যোগ নেয় কোরবান আলী। এতে ৫ জন প্রার্থীর ৪ জন একমত হলেও রাজি হননি হাসিবুল হাসান। ফলে গত দুদিন আগে সমঝোতা বৈঠক বসার কথা থাকলেও তা পন্ড হয়ে যায়। এ নিয়ে এ দুই নেতার মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে এবং নির্বাচনী পথের কাটা সড়িয়ে দিতে হাসিবুল হাসানের চক্রান্তে এই খুন হয়েছে বলে বাদী মাজন আলী জানিয়েছেন। এ ব্যাপারে কায়েমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসিবুল হক হাসানের মোবাইল ফোনে (০১৭১১৫৮৭৯৯৪) একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল হক ও ইন্সপেক্টার (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে দীর্ঘদিন ধরে মোল্লা ও ডোকলা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে গত ২০১২ সালে দুটি খুনের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। এছাড়া নতুন করে নির্বাচন সংক্রান্ত বিরোধ সৃষ্টিরও প্রাথমিক প্রমান পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে এরই জের ধরে এই হত্যা কান্ড ঘটে থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, শাহজাদপুর থানা সার্কেলের এএসপি আবুল হাসনাত আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থাণীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। অপরদিকে সড়াতৈল গ্রামে শোকের মাতম চলছে।

সম্পর্কিত সংবাদ

এইচএসসি : ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বিষয় কাঠামো

পড়াশোনা

এইচএসসি : ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বিষয় কাঠামো

২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষার সংশোধিত বিষয় কাঠামো প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্র...

 দেশে একযোগে ৬২২১ চিকিৎসক নিয়োগ পাচ্ছে

জাতীয়

দেশে একযোগে ৬২২১ চিকিৎসক নিয়োগ পাচ্ছে

ঘোড়া বলৎকারে ৫০ হাজার টাকা জরিমানা!

অপরাধ

ঘোড়া বলৎকারে ৫০ হাজার টাকা জরিমানা!

নিজস্ব প্রতিনিধি: শাহজাদপুরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি, উপজেলার পোরজনা ঘোষপাড়া মহল্লায় কিশোরী প্রতিবন্...

ঝুঁকিপূর্ণ ও জীর্ণ ঘরে চলছে ক্লাসঃ শাহজাদপুরে ৪ শতাধিক শিক্ষার্থীর জীবন হুমকির মুখে

শিক্ষাঙ্গন

ঝুঁকিপূর্ণ ও জীর্ণ ঘরে চলছে ক্লাসঃ শাহজাদপুরে ৪ শতাধিক শিক্ষার্থীর জীবন হুমকির মুখে

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ  শাহজাদপুর উপজেলার হাট কৈজুরীতে অবস্থিত কৈজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২টি ঘর গত বন্যায় বিধ্...

উল্লাপাড়া চরভাটবেরা প্রাথমিক বিদ্যালয়টি বছরের চার মাসই শিশুদের স্কুলে যাওয়ার ভরসা নৌকা

শিক্ষাঙ্গন

উল্লাপাড়া চরভাটবেরা প্রাথমিক বিদ্যালয়টি বছরের চার মাসই শিশুদের স্কুলে যাওয়ার ভরসা নৌকা

আল-আমিন: সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের চরভাটবেরা প্রাথমিক বিদ্যালয়টির বেহাল দশা বিগত ক...