শুক্রবার, ০৩ মে ২০২৪
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : 'আমার স্বপ্ন শাহজাদপুরকে আদর্শ শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন দাবি আন্দোলনের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যৌক্তিক আন্দোলন মেনে তা বাস্তবায়ন করেছেন। আমার ভাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর আইন প্রস্তুত করেছেন। শাহজাদপুর সরকারি কলেজে আমরা অনার্স কোর্স চালু করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ করেছি, উচ্চ বিদ্যালয়ে কারিগরী শিক্ষা চালু করেছি ও কলেজে রূপান্তর করেছি। আজ শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণে অর্থ মন্ত্রনালয়ের অনাপত্তি ও প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে 'ডিড অব গিফট' এর চিঠি পেয়েছি। পর্যায়ক্রমে শাহজাদপুরকে একটি আদর্শ শিক্ষা নগরী করতে আমার স্বপ্নটা পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে দেখে মনটা খুশিতে ভরে উঠেছে।' আজ মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতি মিলনায়তনে শাহজাদপুরের আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপকার, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় গণমানুষের আস্থাভাজন আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মো: আব্দুল হামিদ লাবলুকে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ হওয়ায় ওই বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী কর্তৃক অভিনন্দনকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্তের প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) ও সচিব মহোদয়ের সহোদর এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণের কাজ ত্বরান্বিত করবার লক্ষ্যে প্রস্তাবিত ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় /উচ্চ বিদ্যালয় জাতীয়করনের প্রস্তাব নির্দেশক্রমে অর্থ বিভাগের অনাপত্তি জ্ঞাপন করা হয়েছে। ওই স্কুলটি জাতীয়করণে আইন সচিব ও এ্যাড. লাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর সম্মতিসূচক তালিকায় অন্তর্ভূক্তি, পরিদর্শণ ও আজ ( মঙ্গলবার) 'ডিড অব গিফট' এর চিঠি এসেছে। আগামী ৬০ দিনের মধ্যে ওই স্কুলের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি সরকারের অনুকূলে হস্তান্তর করার পর জিও (গভর্মেন্ট অর্ডার) জারি হলে স্কুলটি জাতীয়করণের সকল ধাপ সম্পন্ন হবে। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক এসএম সাইফুল ইসলাম বলেন, ' আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল) ও সচিব মহোদয়ের সহোদর স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর ঐকান্তিক প্রচেষ্টায় শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণের সকল ধাপ সম্পন্ন হয়েছে। আশাকরি অচিরেই জিও' ও জারি হবে। এজন্য অাইন সচিব মহোদয় ও সভাপতি এ্যাড. লাবলু'র কাছে শাহজাদপুরবাসীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।' উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী সমন্বয়ে স্কুলের পক্ষ থেকে প্রধান শিক্ষক স্কুলের সম্মানিত সভাপতি এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলুর হাতে ফুলের তোড়া তুলে দেন ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

পরিবেশ ও জলবায়ু

তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়ল

এ ছাড়া আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ৪০ ডিগ্রি থেকে ৪১ দশম...

ক্ষমতা কুক্ষিগত করতেই সম্প্রচার নীতিমালা : ফখরুল

জাতীয়

ক্ষমতা কুক্ষিগত করতেই সম্প্রচার নীতিমালা : ফখরুল