বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : করোনা ভাইরাসের ক্রান্তিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে রাতের আঁধারে শাহজাদপুর উপজেলার শতশত আসহায় মানুষের পাশে দাঁড়ালেন শাহজাদপুরের দুই জনদরদী নেতা। গতকাল বুধবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর পৌর এলাকার ১, ২, ও ৭, ৮ নং ওয়ার্ড এবং প্রত্যন্ত অঞ্চল গালা ও সোনাতুনী ইউনিয়নের বিভিন্ন গ্রামে-গঞ্জে বাড়ি-বাড়ি ঘুরে অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মিল্কভিটা’র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহজাদপুরের জনদরদী নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও তরুণ সমাজের অহংকার রাজীব শেখ। উপজেলার গরিব মানুষদের জন্য পর্যায়ক্রমে ব্যক্তিগত উগ্যোগের এই সহযোগীতা অব্যাহত থাকবে। বিতরণ করা ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল,আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এ ত্রাণ বিতরণ কালে অন্যানের মধ্যে শাহজাদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবু শামীম সূর্য, নুরূল ইসলাম, হাবিবুল্লাহসহ দলীয় নেতাকর্মী অংশ নেন। ত্রাণ পেয়ে পৌর এলাকার ২ নং ওয়ার্ড রূপপুর নতুন পাড়া মহল্লার বিধবা মিনা (৪৫), সেরাজ সরদার (৭০), আমজাদ হোসেন (৮৫), হারান (৬০) সহ উপজেলার বেশ কয়েকজন অসহায় দুঃস্থরা আবেগøাপুত হয়ে পড়েন এবং উদ্যোক্তাদের জন্য দোয়া করেন। সেইসাথে লোক চক্ষুর আড়ালে রাতের আঁধারে তাদের ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তুলে তাদের মতো অসহায়দের হাতে ত্রাণ তুলে দেয়ায় তারা আল্লাহপাকের নিকট শুকরিয়া আদায় করে বলেন, ‘আমাদের কথা কেউ মনে রাখে না। যাক! তাও যে লাবলু ভাই রাজীব ভাই আমাদের কথা মনে রেখেছেন।’ এদিকে, এ বিষয়ে শাহজাদপুরের জননন্দিত নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু বলেন, ‘করোনা ভাইরাসের ক্রান্তিকালে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ‘সামাজিক দুরত্ব’ বজায় রেখে এলাকার দুঃখী মানুষের হাতে রাতের আঁধারে গোপনীয়তা বজায় রেখে সাধ্যমতো কিছু তুলে দেয়ার চেষ্টা করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর উপজেলা শাখার সাবেক আহবায়ক ও তরুণ সমাজের অহংকার রাজীব শেখ বলেন, ‘করোনা ভাইরাসের ক্রান্তিকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে যেভাবে জনসমাগম করে ত্রাণ দেয়া হচ্ছে, যেটা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য মারাত্বক ঝূঁকি বহন করে। বর্তমানে এলাকার অনেকেই অসহায়, বিপদগ্রস্থ্য কিন্তু ভিক্ষুক নয়। অন্ততঃ চলমান ক্রান্তিকালে ওইসব দুঃখী মানুষকে নিয়ে ফটোসেশনের রাজনীতি পরিহার করে তাদের গোপনে পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানাই।’

সম্পর্কিত সংবাদ

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

আন্তর্জাতিক

উদ্বোধনের ফিতা কাটার মুহূর্তে ভেঙে পড়ল সেতু

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সেখানে থাকা সবাই। সরকারি কর্মকর্তা ওই নারী পাশে থাকা একজনকে আঁকড়ে ধরে ভারসাম্য রক্ষার চে...

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

জাতীয়

কাল থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ শিক্ষার্থী

আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

কৃষি

দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল, হচ্ছে ভাত-পোলাও

ধান থেকে উৎপাদিত চালের মতো হুবহু এই বাঁশ ফুলের চাল। ভাত, পোলাও, আটা কিংবা পায়েস সব কিছু তৈরি হচ্ছে বাঁশ ফুলের চাল থেকে।...

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

খেলাধুলা

মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ ধোনিদের

তাই তাঁর পারফরম্যান্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আজ আবার মাঠে নামছে চেন্নাই। আজ...

শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

শাহজাদপুর

শাহজাদপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা

সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ৮১ টি ঘর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে বুধবার(৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হ...

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

শাহজাদপুর

শাহজাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা! নিহত ১

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঢাকাগামী একটি বাস সড়কের গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এদের...