শনিবার, ২০ এপ্রিল ২০২৪
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন, ‘অতি উৎসাহী একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার সম্পর্কে অতিরঞ্জিত বিভ্রান্তিমূলক সংবাদ ছড়িয়ে আমার এবং দলের সুনাম ক্ষুন্ন করছে। যারা এগুলো করছে তারা সমাজের বাইরের মানুষ। নির্বাচনে তাদের দাঁড় করিয়ে দিলে তারা মেম্বার পদেও ভোটে জয়ী হতে পারবে না।’ গতকাল শুক্রবার দুপুরে শাহজাদপুর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘গত দুইদিন পূর্বে কিছু পত্রিকায় হিন্দু সম্পত্তি জোর করে দখলসহ আমাকে নিয়ে যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশিত হয়েছে তার জবাব আমরা সময়মতো দেবো। প্রকৃত ঘটনা হলো, গত ২০১২ সালে শ্রীমতি বাসন্তী সরকার ও অজয় লাল সরকার গং অর্পিত সম্পত্তি আইনে সম্পত্তির অবমুক্তি চেয়ে সরকারের বিপক্ষে (ডেপুটি কমিশনারের বিরুদ্ধে) একটি মামলা করেছিলো। সেই মামলা চলমান থাকা অবস্থায় গত ২০১৪ সালে শ্রীমতি বাসন্তী সরকার গং স্বপরিবারে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যাওয়ার পূর্বে আমাকে এলাকার বিশস্ত অভিভাবক হিসেবে মনে করে আমাকে আমমোক্তার নামা (ঢ়ড়বিৎ ড়ভ ধঃঃড়ৎহবু) দেয়ার সিদ্ধান্ত নেন। বিশস্ত অভিভাবক হিসেবে আমি তাদের দেয়া অর্পিত দায়িত্ব গ্রহণ করি। পরবর্তী পর্যায়ে মামলায় রায়ে সরকার পক্ষ জয়লাভ করেন। এখানেই বিষয়টি শেষ হওয়ার কথা ছিল। কিন্তুু রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষের জোর তদবিরে অনেক পুরাতন ঘটনার বিষয়ে সম্প্রতি অভিযোগ তোলা হয়েছে যে, জাল আম মোক্তারনামা দেয়া হয়েছে। এটিকে বিজ্ঞ বিচারক জাল বলে মনে করেছেন। আমার বিরুদ্ধে জাল আমমোক্তারনামা (ঢ়ড়বিৎ ড়ভ ধঃঃড়ৎহবু) দাখিলের অভিযোগে বহু পুরাতন ঘটনায় একটি নতুন মামলা দায়ের হয়েছে। এই মামলায় আমার বিরুদ্ধে কোথাও হিন্দু সম্পত্তি দখলের কোন অভিযোগ উত্থাপিত হয়নি। কিন্তু একটি পক্ষ আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নানা বিভ্রান্তিমূলক সংবাদ ও গুজব ছড়িয়ে আমার ও দলের ভাবমুর্তি বিনষ্ট করছে যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। নালিশী সম্পত্তির মূল মালিকেরা বর্তমানে ভারতে রয়েছেন। প্রয়োজনে তাদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিজ্ঞ আদালতে উপস্থিত করে প্রমান করবো আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সঠিক নয়।’ স্থানীয় এমপি আরও বলেন, ‘শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বর্তমানে আমি খুবই শক্তিশালী অবস্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছি। তাল এখন পেকে গেছে। পাকা তাল কার চালে পড়বে সেই আশায় অনেকেই বুক বেধে আছেন। পরিশেষে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন স্থানীয় দলীয় নেতাকর্মীদের বিভ্রান্তমূলক গুঁজবে কান না দেয়ার আহবান জানান।’ শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শাহজাদপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ফারুক সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রাসেলসহ অনেক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

আইন-আদালত

সাংবাদিক শিমুল হত্যার ২ মাস পর মেয়রের স্ত্রী’র মামলা দায়ের; এলাকায় তোলপাড় !হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টা : নিন্দা ও প্রতিবাদের ঝড়

শামছুর রহমান শিশির : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার দীর্ঘ ২ মাস পর ওই হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র...

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর প্রগতি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ মখদুমের পূণ্যভূমি ও কবিগুরু রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত শাহজাদপুরে একটি ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান স্কল...

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানি আয় ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

আগস্টে দেশের তৈরি পোশাক রপ্তানি ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার। হয়েছে ৩২৩ কোটি ৮৭ লাখ ৫০ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৪ শত...

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

অপরাধ

শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

শামছুর রহমান শিশির : শাহজাদপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী, ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও প্রায় এক ডজন মাদক মামলার প্র...

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক

শাহজাদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুরে বিভিন্ন সংগঠন আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।...

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

শিল্প ও সাহিত্য

শাহজাদপুরে কবি আলহাজ্ব হেদায়েত আলী বাশুরীর বইয়ের মোড়ক উন্মোচন ও গুণীজন সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি আলহাজ হেদায়েত আলী বাশুরী রচিত ‘ রহমাতুল্লিল আলামিন ’ নামক কাব্যগ্রন্থের ম...