শুক্রবার, ০২ মে ২০২৫
পবিত্র রমজানে সবধরনের অ্যালকোহল বিক্রির দোকান বন্ধ থাকার নিয়ম থাকলেও কক্সবাজারের পর্যটন মোটেল শৈবাল-সংলগ্ন বারটি দিবা-রাত্রি দিব্যি আরামের সঙ্গে মদের আসর বসিয়ে আসছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। অভিযান চালিয়ে সেখান থেকে কোটি টাকার অবৈধ মদ জব্দ করা হয়। রমজান মাসেও অবৈধ মদের কারবারের বিষয়টি নজরে আসে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের। গত ১০ মে রাতে সংস্থার লোকজন ঘটনাস্থলে গিয়ে মদ বিকিকিনি দেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে খবর দেয়। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বারের রান্নাঘরের মেঝেতে বিশেষ কায়দায় স্টক রাখা মদের বিশাল চালান জব্দ করে। পরের দিন সকাল পর্যন্ত সিজারলিস্ট করে যথা নিয়মে মামলা হলেও সংবাদ প্রকাশ না করতে মাদক ব্যবসায়ীদের তৎপরতায় দুদিন ধরে সব কিছু চাপা থাকে। অবশেষে মঙ্গলবার (১২ মে) মামলার নথি ও ছবিগুলো প্রকাশ্যে আসে। ওই ঘটনায় কক্সবাজার সদর থানায় মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডলের নেতৃত্বে একটি টিম রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের হোটেল শৈবাল লাগোয়া ব্যক্তি পরিচালনার পর্যটন গলফ ক্লাব বার (অপটিমা ট্যুরিজম) থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৩৭৬ দশমিক ২১ লিটার শুল্কবিহীন মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদের মাঝে বিলাতি মদ ৬৪১ বোতল (৬২৯ দশমিক ৭৫ লিটার) এবং বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার ২২৬২ ক্যান। এতে জড়িত থাকার অভিযোগে বারের ইনচার্জ শামীম উদ্দিনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হলেও অপর সহযোগী মহসিন কৌশলে পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) চাঁন মিয়া বাদী হয়ে মামলাটি করেন। বাদী এজাহারে উল্লেখ করেন, আসামিরা বিপুল পরিমাণ অ্যালকোহল (মদ) অবৈধ উপায়ে সংগ্রহপূর্বক ধারণ, অধিকার অথবা দখল, সংরক্ষণ ও গুদামজাত করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আসামিরা হলেন- কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছরার মৃত সুরেন্দ্র বড়ুয়ার ছেলে শামীন উদ্দিন (৫৫), অপটিমা ট্যুরিজমের মালিক ও বারের লিজগ্রহীতা ঢাকার গুলশান-১ এর নিকেতন ব্লক-এ, রোড-২ এর ১১৮ নম্বর বাসার তৃতীয় তলার বাসিন্দা মৃত হাবিবুল্লাহ চৌধুরীর ছেলে এম এ আউয়াল চৌধুরী ভুলু এবং বারের ম্যানেজার ঢাকার শান্তিনগরের মগবাজার নয়াটোলার ৫২৭/২৭-ই এর বাসিন্দা ফজলুল বারী চৌধুরীর ছেলে শফিউল বারী চৌধুরী। প্রথমজন ঘটনাস্থল থেকে গ্রেফতার হলেও বাকি আসামিরা পলাতক।

সম্পর্কিত সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ' এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের 'বি' ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

জাতীয়

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্মবার্ষিকী

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

তৃতীয় প্রজন্মের ভাবনা

শাহজাদপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান ইউটিউবার শাহরিয়ার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের নাম মানুষের কাছে বেশ পরিচিত। তবে এখানে ঘুরে দেখার মতো আকর্ষণীয় অনেক জায়গা রয়েছে সেটি অনেকেই...

দেশে দুধের চাহিদা পূরণ করছে মিল্কভিটা। বিশ্বের সর্বাধুনিক এনালাইজারে দুধ পরীক্ষা : ভেজালের কোন সুযোগ নেই - ভাইস চেয়ারম্যান, মিল্কভিটা

অর্থ-বাণিজ্য

দেশে দুধের চাহিদা পূরণ করছে মিল্কভিটা। বিশ্বের সর্বাধুনিক এনালাইজারে দুধ পরীক্ষা : ভেজালের কোন সুযোগ নেই - ভাইস চেয়ারম্যান, মিল্কভিটা

বিশেষ প্রতিবেদক : দেশের নিউজিল্যান্ডখ্যাত জনপদ ও দুগ্ধশিল্পের কেন্দ্রবিন্দু শাহজাদপুরসহ বাঘাবাড়ী মিল্কশেড এরিয়ায় প্রতিদি...

পৌর মেয়র মিরুর বাড়ির ডোবা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

অপরাধ

পৌর মেয়র মিরুর বাড়ির ডোবা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামী পৌর মেয়র হালিমুল হক মিরুর মণিরামপুর...