বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন নিউজ ডেস্ক : ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে’ এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। আগামী চারবছরের জন্য তাকে বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দেশের ৩৮তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাসের পর ওই বছরের ৮ মে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্থর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন-দর্শন, সাহিত্য, সংগীত এবং বিশ্ব সংস্কৃতির বিষয়ে অধ্যায়ন ও গবেষণা করা হবে। একই সঙ্গে কলা, সংগীত ও নৃত্য,চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, ব্যবসা প্রশাসন, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান ও গবেষণা হবে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহারে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। এর ধারাবাহিকতায় ২০১৫ সালের ৫ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশের ৩৮তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো স্থাপন করা হচ্ছে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এর অর্থায়ন করছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার জমিদারির দেখাশোনা করতে ১৮৯০ সালে শাহজাদপুরে আসেন। ওই সময় শাহজাদপুর কাচারি বাড়িতেই তিনি থাকতেন। ‘গগণে গরজে মেঘ, ঘন বরষা/ কূলে একা বসে আছি, নাহি ভরসা/ রাশি-রাশি ভারা-ভারা, ধান কাটা হল সারা/ ভরা নদী ক্ষুরধারা খরপরশা’- বাংলা সাহিত্যের উজ্জ্বল হিমাংশু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত এই ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের বেশ কয়েকটি কবিতা লিখেছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে বসে। তার স্মৃতি-বিজড়িত সেই স্থানে তার নামেই এই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।’বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গবেষণা ও স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে শান্তি নিকেতনের আদলে গড়ে তোলা হচ্ছে এ বিশ্ববিদ্যালয়। শিল্প-সাহিত্যে বিশেষায়িত উচ্চ শিক্ষাঙ্গন হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পাবে। পাশাপাশি এখানে বিজ্ঞান, প্রযুক্তি ও বাণিজ্য অনুষদের বিভিন্ন বিষয়েও পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বড়াল ও গোহলা নদী পরিবেষ্টিত মনোমুগ্ধকর স্থানে নির্মিত হতে যাচ্ছে। কবিগুরুর প্রতি বর্ষায় চিত্রা বোটে করে শিলাইদহ থেকে পদ্মা বড়াল ও গোহলা হয়ে শাহজাদপুরের কাচারি বাড়িতে আসতেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, উপজেলার পোতাজিয়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ১২শ’ একর জমি রয়েছে। যা বর্তমানে সরকারি খাস খতিয়ানভুক্ত। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান হিসেবে শুধু বুড়ি পোতাজিয়া মৌজার একটি দাগেই রয়েছে কবির সাড়ে ৪শ’ বিঘা জমি। দক্ষিণে বড়াল নদী এবং পশ্চিমে গোহলা নদী পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর এ স্থানে শান্তি নিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপযুক্ত স্থান বলে মনে করা হচ্ছে।( তথ্যসূত্র : দৈনিক সমকাল অনলাইন)

সম্পর্কিত সংবাদ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

অপরাধ

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ১ শ্রমিককে কুপিয়ে হত্যা

শামছুর রহমান শিশির : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের আলোকদিয়ার দক্ষিণপাড়া মহল্লায় মঙ্গলবার রাতে তুচ্ছ ঘট...

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম  মৃত্যুবার্ষিকী পালিত

রাজনীতি

শাহজাদপুরে এড. আব্দুর রহমান এমসিএ'র ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বৃহস্পতিবার, ২৭ ডিসম্বের -২০১৮ খ্রিষ্টাব্দ : গতকাল বুধবার বাদ আছর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় ক...

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

শিক্ষাঙ্গন

বাংলা নববর্ষে 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়ক উন্মোচন

তানিম তূর্যঃ বাংলা নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া পাইকপাড়া মডেল একডেমীর উদ্দ্যোগে তরুণ প্রজন্মের লেখা 'বৈশাখী আবাহন' বইয়ের মোড়...

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আইন-অপরাধ

শাহজাদপুরে শিশুশ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিত্যাক্ত বাড়িতে জামরুল কুড়াতে গিয়ে মাদরাসা ছাত্র মামার ধূমপান করা দেখে ফেলায় শিশুশ্রেণি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

রাজনীতি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে এবি পার্টির মতবিনিময়

সিরাজগঞ্জ শাহজাদপুরে আমার বাংলাদেশ পার্টি (এবি)’র দলের বর্তমান ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে শা...

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার সংবাদ

উল্লাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নে ডোবার পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১৪) নামে একটি শিশুর মৃত...