রবিবার, ০২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এদেশ ও এদেশকে ভালোবেসে অনেক গান, কবিতা, প্রবন্ধ সহ বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এ দেশেকে ভালোবেছেন। বিশ্ব কবির এই রচনাগুলো জাতির পিতা মন দিয়ে অনুভব করতেন। তাই দুজনেই এদেশের সাধারণ মানুষের কথা ভাবতেন। বিশ্ব কবি এই শাহজাদপুরে এসে এখানে তিনি অনেক রচনা করেছেন। সেই শাহজাদপুরেই বর্তমান সরকার রবীন্দ্র বিশ্ব বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের এই দিনে শাহজাদপুরে এসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিশ্ব বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কাজ অনেকদুর এগিয়েছে। একনেকে পাশ করা সহ সংসদেও অনুমতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় স্থাপন করা এখন শুধু সময়ের ব্যাপর মাত্র। মন্ত্রী আরো বলেন, ৫ জানুয়ারী নির্বাচন হয়েছে বলেই আজ দেশে এমন অনেক উন্নয়ন কাজ হচ্ছে। নির্বাচন না হলে দেশে এখন সামরিক শাসন থাকতো। কিন্তু জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করেছেন বলেই আজ দেশে গনতন্ত্র রয়েছে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বার বার দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, মালয়েশিয়া সিংগাপুর সহ নানা দেশের সরকারগুলো দীর্ঘস্থায়ী ছিলো বলেই সে দেশ গুলো এখন উন্নত রাষ্ট্রে পরিনত হয়েছে। বাংলাদেশেও এমন দীর্ঘস্থায়ী সরকার থাকলে এদেশও উন্নত রাষ্ট্রে পরিনত হবে। শাহজাদপুরের মাটি পূর্নভুমি। শাহ মখদুম সহ অনেকর জন্মভুমি এই শাহজাদপুর। রবীন্দ্র নাথের স্মৃতি ধন্য এই শাহজাদপুর। তিনি শাহজাদপুর উন্নয়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেন, বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে ভাবতেন। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের সকলস্তরের মানুষকে ভাবতেন। বরীন্দ্র নাথের সকল দর্শন, প্রেম, অনুভুতি আমাদের মনে লালন করতে পারলে আমরাও একজন সজ্জন মানুষে পরিনত হতে পারবো। সঠিক মানুষ হতে গেলে রবীন্দ্র নাথকে অনুসরন করতে হবে। রবীন্দ্র নাথকে অনুসরন করার মতো আর কোন ভালো দৃষ্টান্ত নেই। তিনি সকলকে রবীন্দ্র নাথকে লালন করার আহবান জানান। রোববার সকালে সিরাজগঞ্জের বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫ তম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারী বাড়িতে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি, শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, তাড়াশ রায়গঞ্জ আসনের সংসদ সদস্য মম আমজাদ হোসেন মিলন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ নেতা সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক, ড. সুভাস সিংহ রায়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমদ,উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ প্রমুখ। বিশ্ব কবির জন্ম জয়ন্তি উপলক্ষে শাহজাদপুর কাছারী বাড়িতে সকাল থেকেই রবীন্দ্র ভক্তদের ঢল নামে। ৩দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে গান, কবিতা আবৃত্তি, নৃত্য, রবীন্দ্র আলোচনা সহ নানা আয়োজন। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠান উপলক্ষে শাহজাদপুরে শুরু হয়েছে রবীন্দ্র মেলা। এর আগে সকালে রবীন্দ্র কাছারী বাড়ির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্ম নাসিম এমপি। বিশ্ব কবির জন্মজয়ন্তি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন

শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির নব-নির্মিত ভবনের ছাদ ঢালাই কর...

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন

শাহজাদপুর সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

শাহজাদপুর প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গত রোববার ঐতিহ্যবাহী শাহজাদ...

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

জীবনজাপন

সারাদিন ইয়ারফোনে গান শোনেন? অচিরেই সৃষ্টি হবে যেসব সমস্যা

ইয়ারফোনে গান শোনার অভ্যাস কমবেশি সকলেরই আছে। তবে দীর্ঘক্ষণ এটি কানে লাগিয়ে গান বা কোনো মিউজিক শুনতে থাকলে দেখা দিতে পারে...

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যা রহস্য উদ্ঘাটন

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সাংবাদিক চকর মালিথা পরিচয়ে চাঁদা আদায়, বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফোনে তিনি নিজেকে চ্যানেল আই এর সাংবাদিক চকর মালিথা বলে পরিচয় দিতে থাকেন। সে ইউএনওদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। টাক...